পড়ুয়াদের স্মারকলিপি

সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে উপাচার্যের দফতরে অবস্থান বিক্ষোভ করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ। শুক্রবার উপাচার্যকে স্মারকলিপিও দেওয়া হয়। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা নেই। ফলে কোনও সেমেস্টারে খারাপ পরীক্ষা হলে অনেকের একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০১:৫৩
Share:

সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে উপাচার্যের দফতরে অবস্থান বিক্ষোভ করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ। শুক্রবার উপাচার্যকে স্মারকলিপিও দেওয়া হয়। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা নেই। ফলে কোনও সেমেস্টারে খারাপ পরীক্ষা হলে অনেকের একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ ঘোষ বলেন, ‘‘অর্ডিন্যান্সে বিষয়টি নেই। কর্মসমিতিতে বিষয়টি উত্থাপন করা হয়েছে। বিভাগগুলির মতামত নেওয়া হচ্ছে। ছাত্রদের দাবি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।’’

Advertisement

আন্দোলনকারী ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস ফোরামের কল্লোল বাগচী অভিযোগ করে বলেন, ‘‘দাবি কার্যকর না হওয়া পর্যন্ত নানা আন্দোলন চলতে থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement