ঋতব্রতর নামে নতুন অভিযোগ

বৃহস্পতিবার রাতেই বালুরঘাট থানায় ঋতব্রতর বিরুদ্ধে ওই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন তরুণী নম্রতা দত্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ০১:৫৭
Share:

অভিযোগ পিছু ছাড়ছে না সিপিএম থেকে বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। ফের তাঁর বিরুদ্ধে বালুরঘাটের ওই তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তৈরি করে ইন্টারনেটে ছড়ানোয় জড়িত থাকার অভিযোগ উঠলো।

Advertisement

বৃহস্পতিবার রাতেই বালুরঘাট থানায় ঋতব্রতর বিরুদ্ধে ওই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন তরুণী নম্রতা দত্ত। সেই অভিযোগ পেয়েই পুলিশ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগের পর মামলা তুলতে লক্ষাধিক টাকার টোপ, চাপ সৃষ্টি, হুমকি দেওয়ার মতো তিনটি অভিযোগের মামলায় জামিন পেয়েছেন ঋতব্রত। গত ২৭ নভেম্বর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আদালতে আত্মসমর্পণ করেন ঋতব্রত।

Advertisement

এ দিন বালুরঘাট থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করে নম্রতার দাবি, এক মহিলার দেহের সঙ্গে তার ‘মুখমন্ডল’ জুড়ে কিছু ছবি পোস্ট করেন কলকাতার হেয়ারস্ট্রিটের এক বাসিন্দা। এই ঘটনার পিছনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যুক্ত বলে অভিযোগ তরুণীর। মামলা তুলে নিতে ঋতব্রত এইভাবে চাপ সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন।

এ দিন বালুরঘাট থানার আইসি সঞ্জয় ঘোষ বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।’’ তবে ঋতব্রতর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, ‘‘খবর পেয়েছি। আইনি পরামর্শ চলছে।’’ ঋতব্রতর বালুরঘাটের আইনজীবীদের অবশ্য বক্তব্য, ‘‘সব মামলা থেকে ঋতব্রত জামিন পেয়েছেন। হতাশা থেকে ওই তরুণী ফের বানানো অভিযোগ তুলে সাংসদকে ফাঁসানোর চেষ্টা করছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন