Jalpaiguri

গুলি চলল জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তে! মৃত্যু এক বাংলাদেশির

গুলি চলল রাজগঞ্জের কুকুরযান পঞ্চায়েতের খালপাড়া সীমান্তে। দাবি, বিএসএফের গুলি এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৯:০৬
Share:

—প্রতীকী চিত্র।

গুলি চলল রাজগঞ্জের কুকুরযান পঞ্চায়েতের খালপাড়া সীমান্তে। দাবি, বিএসএফের গুলি এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গরুপাচারের সময় গুলি চালায় বিএসএফ। তাতেই মৃত্যু হয় ওই যুবকের।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, মৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। শনিবার সকাল ৭.২০ মিনিট নাগাদ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে৪৬ নম্বর বিএসএফের জাওয়ানেরা গুরুতর জখম অবস্থায় ওই যুবককে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

বিএসএফ জানিয়েছে, জলপাইগুড়ির রাজগঞ্জ থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে এক বিএসএফ জওয়ানের উপর প্রাণঘাতী আক্রমণ করে একদল চোরাচালানকারী। সেই দলে ছিলেন ১৫-২০ জন। মূলত তাঁরা মূলত গরু পাচারকারী। জবাবে ৪৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা গুলি চালান। তাতে এক বাংলাদেশির মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যান ও পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement