—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ট্রেকার এবং বাসের সংঘর্ষে প্রাণ হারালেন এক জন। আহত কয়েক জন। রবিবার কুমারগঞ্জ ব্লকের মহনা পঞ্চায়েতের বারোম এলাকায় ১০ নম্বর রাজ্য সড়কে এই দুর্ঘটনা হয়েছে। কুমারগঞ্জ–বালুরঘাট রুটের একটি ট্রেকারকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তায় বেপরোয়া ভাবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে গাড়িগুলি। তার ফলেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয় এবং বেশ কয়েক জন গুরুতর জখম হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুবীর বসাক। তিনি ঘাতক বাসের কর্মী ছিলেন। দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ।
দুর্ঘটনার পরেই স্থানীয় মানুষ জন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে সাহায্য করেন। পরে কুমারগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত ট্রেকারটিকে থানায় নিয়ে আসে। তার পরে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের নিকটবর্তী বরাহার হাসপাতালে ভর্তি করাো হয়। প্রাথমিক চিকিৎসার পরে বেশির ভাগ জন ছাড়া পেয়েছেন।