Bee Sting

মৌচাকে চিলের ছোঁ, রোগী দেখতে গিয়ে মৌমাছির হামলায় আত্মীয়দেরই ঠাঁই হল বালুরঘাট হাসপাতালে!

হাসপাতালের ১০ তলায় ওই মৌমাছির চাকে হঠাৎ একটি চিল এসে ছোঁ মেরে যায়। তাতেই খেপে যায় মৌমাছির দল। তারা মৌচাক থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ে। হুল ফোটায় রোগীর আত্মীয়দের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৮:৩৭
Share:

মৌমাছির হুলে বিদ্ধ হয়ে চিকিৎসাধীন রোগীর এক আত্মীয়। —নিজস্ব চিত্র।

গিয়েছিলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে। কিন্তু হাসপাতালের নির্দিষ্ট ঘরে ঢোকার আগে আচমকা ‘আক্রমণ’। মৌমাছির কামড় খেয়ে কয়েক জন রোগীর আত্মীয়-স্বজনের ঠাঁই হল হাসপাতালে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাসপাতালে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, হাসপাতালে ভর্তি করানো এক রোগীকে দেখার জন্য শুক্রবার দুপুরে তাঁর আত্মীয়েরা গিয়েছিলেন। হাসপাতালের ভবনের ১০ তলায় উঠতেই দেওয়ালে থাকা মৌমাছির চাক থেকে বেরিয়ে আসে শয়ে শয়ে মৌমাছি। পালানোর পথ পাননি রোগীর আত্মীয়-স্বজন। তাঁদের কামড়ানোর পর হাসপাতালের মূল গেটের সামনে অপেক্ষারত রোগীর আত্মীয়দের আক্রমণ করে মৌমাছির দল। দৌড়দৌড়ি শুরু হয়ে যায়। আত্মীয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে মৌমাছির কামড়ে খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে পাঁচ জনকে। এখন হাসপাতালেই চিকিৎসা চলছে তাদের।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সমস্যার সূত্রপাত একটি চিলের জন্য। হাসপাতালের ১০ তলায় ওই মৌমাছির চাকে হঠাৎ একটি চিল এসে ছোঁ মেরে যায়। তাতেই খেপে যায় মৌমাছির দল। তারা মৌচাক থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ে। হুল ফোটায় রোগীর আত্মীয়দের। চার জনকে একেবারে ছেঁকে ধরেছিল মৌমাছির দল। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে বাকি লোকজন দৌড় দেন। অবশেষে হাসপাতালের এক কর্মী পিপিই কিট পরে আহতদের উদ্ধার করে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

Advertisement

বালুরঘাট হাপাতালের সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ জানান, আহতেরা সকলেই ওই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘‘হাসপাতালে দশতলার পিছন দিকে অনেক মৌমাছির চাক হয়েছে। আগে দু’-একবার ভেঙেও দেওয়া হয়েছিল। কিন্তু তার পরে আবার নতুন করে চাকগুলো তৈরি হয়েছে। শুক্রবার দুপুরে কোন কারণে চাক থেকে মৌমাছি বেরিয়ে কয়েক জনকে আক্রমণ করেছে। হাসপাতালের তরফ থেকে দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement