উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে আক্রান্ত পুলিশকর্মীদের। নিজস্ব চিত্র।
দু’পক্ষের জমি নিয়ে বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ। কার্যত কাদাজলে চুবিয়ে রাখা হল তাদের। এই ঘটনায় গ্রেফতারকরা হয়েছে দু’জনকে। বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতে।
স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার দুই বাসিন্দার মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদ চরম আকার ধারণ করলে স্থানীয় বাসিন্দারা শীতলকুচি থানায় খবর দেয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে, তাদের উপর চড়াও হয় বিবাদকারীরা। মারধরও করা হয় বলে অভিযোগ। আক্রান্তদের মধ্যে ছিলেন শীতলকুচি থানার এসআই মনোজ পাল। পরে বিশাল পুলিশবাহিনী এসে দু’জনকে গ্রেফতার করে এবং আক্রান্ত পুলিশকর্মীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
ঘটনার তীব্র নিন্দা করেছেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন গুহ। তিনি জানান এমন ঘটনা কখনও কাম্য নয়। কোচবিহারের পুলিশ সুপার দ্যূতিমান ভট্টাচার্য জানান, ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।