নাবালিকা অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ইসলামপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ। তাকে অপহরণের অভিযোগে মাহাঙ্খা এলাকার বাসিন্দা, ওই নাবালিকার পড়শি এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গত ২৪ মে ওই কিশোরীকে অপহরণের অভিযোগ দায়ের করে তার পরিবার।