পোস্ট-শপ চালু করছে ডাক দফতর

শিলিগুড়ি ডাকঘরে ‘পোস্ট-শপ’ চালু করতে উদ্যোগী কর্তৃপক্ষ। রবিবার ন্যাশনাল ইউনিয়ন অব পোস্টাল এমপ্লয়ি সংগঠনের ২১ তম দার্জিলিং জেলা সম্মেলনে যোগ দিয়ে এ কথা জানান উত্তরবঙ্গ এবং সিকিমের পোস্ট মাস্টার জেনারেল লতিতেন্দু প্রধান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০৩:৫৯
Share:

শিলিগুড়ি ডাকঘরে ‘পোস্ট-শপ’ চালু করতে উদ্যোগী কর্তৃপক্ষ। রবিবার ন্যাশনাল ইউনিয়ন অব পোস্টাল এমপ্লয়ি সংগঠনের ২১ তম দার্জিলিং জেলা সম্মেলনে যোগ দিয়ে এ কথা জানান উত্তরবঙ্গ এবং সিকিমের পোস্ট মাস্টার জেনারেল লতিতেন্দু প্রধান। তিনি বলেন, ‘‘পোস্ট-শপে খাতা, পেন, গ্রিটিংস কার্ড, রঙের মতো বিভিন্ন স্টেশনারি জিনিস রাখা হবে। বিশেষ কিছু বই কিনতে পারবেন উৎসাহীরা। আরও অন্যান্য কী রাখা যেতে পারে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।’’ তিনি জানিয়েছেন, পাস্টপোর্ট সেবা কেন্দ্রের জন্যও বিদেশমন্ত্রক থেকে তাদের কাছে জায়গা চাওয়া হয়েছে। কিন্তু যে পরিমাণ জায়গা তারা চাইছেন সেই ধরনের জায়গা এখানে পেতে একটু সমস্যা হচ্ছে।

Advertisement

পোস্ট অফিসের সেভিং ব্যাঙ্ক পরিষেবা এবং ডাক পরিষেবার মান উন্নয়নে তারা গুরুত্ব দিতে চান। শিলিগুড়ি শাখায় কোর ব্যাঙ্কিং পরিষেবা আগামী বছর মার্চের মধ্যেই চালু করা হবে। কন্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থাও করা হচ্ছে। মানি অর্ডার বা ডাক পরিষেবার মান উন্নয়নে ওই কাজে যুক্ত গাড়িগুলিতে জিপিএস ব্যবস্থা চালু করা হবে। পোস্ট মাস্টর জেনারেল জানান, বিমা ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। এই বিষয়ের উপর তাই জোর দেওয়া হচ্ছে। বাসিন্দাদের ৫০ শতাংশ বিমার আওতায় আসার যোগ্য বলে ধরা হয়। তবে তাদের মধ্যে মাত্র এক তৃতীয়াংশ বর্তমানে বিমার আওতায় এসেছেন। তাই এই ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement