Malda Murder Case

ঝগড়ার সময় বাটখারা ছুড়ে খুন শাশুড়িকে! মালদহের বৌমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

আদালত সূত্রে খবর, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মালদহের কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা গোলেনূর বিবি খুন হন। বৃদ্ধার মৃত্যুর পরের দিন তাঁর পুত্র কালিয়াচক থানায় গিয়ে খুনের অভিযোগ দায়ের করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৬:৪৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাড়িতে ঝগড়ার সময় বাটখারা ছুড়ে মেরেছিলেন শাশুড়িকে। মৃত্যু হয় বৃদ্ধার। ওই ঘটনার তিন বছর পরে বৌমাকে দোষী সাব্যস্ত করল মালদহ জেলা আদালত। শাশুড়িকে হত্যার দায়ে মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বিচারক। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

আদালত সূত্রে খবর, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মালদহের কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা গোলেনূর বিবি খুন হন। বৃদ্ধার মৃত্যুর পরের দিন তাঁর পুত্র কালিয়াচক থানায় গিয়ে খুনের অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তাঁর স্ত্রী বাটখারা ছুড়ে খুন করেছেন মাকে। অভিযোগের ভিত্তিতে মৃতার বৌমা মর্জিনা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলার তদন্ত শেষ করতে প্রায় তিন মাস সময় নেন তদন্তকারীরা। ২০২২ সালের ১০ ডিসেম্বর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ।

রায় ঘোষণার পরে সরকারি পক্ষের আইনজীবী অমলকুমার দাস বলেন, ‘‘মর্জিনা খাতুন নামে এক মহিলা গত ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাতে তাঁর শাশুড়ি গোলেনূর বিবিকে বাটখারা দিয়ে মেরে হত্যা করেন। পুলিশ ২০২২ সালের ১০ ডিসেম্বর ঘটনার চার্জশিট দাখিল করে। এই মামলায় মোট ১৪ জনের সাক্ষীর ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বুধবার বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও এক মাসের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক মনদীপ দাশগুপ্ত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement