TMCP

বাংলা ভাগের চক্রান্ত করেছেন, বার্লা এবং সৌমিত্রর বিরুদ্ধে মালে এফআইআর টিএমসিপি-র

শনিবার জলপাইগুড়ির মাল থানার সামনে বিজেপি সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান টিএমসিপি-র বেশ কয়েক জন ছাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ২২:২৯
Share:

—নিজস্ব চিত্র।

চন্দননগরের পর এ বার মাল থানায় বিজেপি-র দুই সাংসদ জন বার্লা এবং সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগে শনিবার ওই দু’জনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন শাসকদলের ছাত্র সংগঠনের সদস্যরা।

Advertisement

শনিবার সকাল ১১টা নাগাদ জলপাইগুড়ির মাল থানার সামনে বিজেপি সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান জেলা কমিটির সহ-সভাপতি সুরজিৎ দেবনাথের নেতৃত্বে বেশ কয়েক জন ছাত্র। পরে থানার আইসি সুজিত লামার কাছে অভিযোগপত্র জমা দেন তাঁরা।

অভিযোগপত্র জমা দেওয়ার পর সুরজিৎ বলেন, “বিজেপি-র দুই সাংসদ জন বার্লা এবং সৌমিত্র খাঁ-সহ কয়েক জন বিধায়ক ভোটে হেরে গিয়ে এখন বাংলা ভাগের চক্রান্ত শুরু করেছেন। কেউ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি করেছেন। কেউ বা জঙ্গলমহলকে আলাদা রাজ্যে পরিণত করতে চাইছেন। এ দাবিগুলো অনৈতিকই নয়, দেশবিরোধী। এ রকম উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ওই সাংসদেরা শান্তির পরিবেশ বিনষ্ট করে রাজ্য অশান্ত করার চেষ্টা করছেন। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য থানায় এজাহার করলাম।”

Advertisement

প্রসঙ্গত, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। অন্য দিকে, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রাজ্য থেকে জঙ্গলমহলকে আলাদা করার দাবি তুলেছেন। ওই দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে সম্প্রতি চন্দননগর থানায় অভিযোগ করেছে হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন