—প্রতিনিধিত্বমূলক ছবি।
জাতীয় সড়কে অভিযান চালিয়ে ৬ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হল এক জনকে। বুধবার ঘটনাটি ঘটেছে মালদহের গাজলে। একই দিনে মালদহের কালিয়াচকে প্রায় ২ কেজি ব্রাউন সুগার-সহ তিন জনকে পাকড়াও করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার গোপন সূত্রের খবর পেয়ে গাজল থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়েছিল তাদের একটি দল। সেখানে একটি ডাম্পার আটক করে তল্লাশি করতেই উদ্ধার হয় প্রায় সাড়ে পাঁচ কেজি ব্রাউন সুগার। যার বাজারমূল্য আনুমানিক ছয় কোটি টাকা। আটক করা হয়েছে গাড়িটি। গ্রেফতার করা হয় এক জনকে। ধৃতের নাম ফিরোজ় মমিন। ৩২ বছরের ফিরোজ় কালিয়াচক থানার ঠাকুরপাড়ার বাসিন্দা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ওই ব্রাউন সুগার অসম থেকে নিয়ে আসা হচ্ছিল। গন্তব্য ছিল দুর্গাপুর। পান্ডুয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মাদক বোঝাই ডাম্পারটিকে আটক করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। একই দিনে মালদহের কালিয়াচক থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে ১.৯ কিলোগ্রাম ব্রাউন সুগার। ওই অভিযানে রাজ্যে এসটিএফের হাতে গ্রেফতার হয়েছেন তিন জন। ধৃতেরা সকলেই বিহারের বাসিন্দা। ধৃতদের নাম মনমোহন সিংহ, দাবলু কুমার এবং বিজয় কুমার। তাঁদের বয়স যথাক্রমে ৪৩ এবং ২৩ বছর।
উল্লেখ্য, মঙ্গলবার শিলিগুড়ির মাটিগাড়া থানার লোকনাথ কলোনীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার প্রসেসিং ইউনিটের হদিস পায় পুলিশ। গ্রেফতার করা হয় তিন জনকে। ধৃতদের মধ্যে দু’জন মালদহেরই বাসিন্দা। তাঁদের সঙ্গে বুধবারের ধৃতদের কোনও সম্পর্ক রয়েছে কি না জানা যায়নি। তবে পুলিশ মনে করছে, এই ঘটনার সঙ্গে বড় কোনও মাদকচক্র জড়িয়ে রয়েছে। কে বা কারা জড়িত, তদন্ত করে দেখা হচ্ছে।