toto: টোটো বন্ধের নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ শহরে

টোটো চালকদের এই বিক্ষোভে ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ০৯:২৮
Share:

ব্যবস্থা: শহরে বিভিন্ন এলাকায় টোটোচালকদের বিক্ষোভ। গোলমাল রুখতে সক্রিয় ছিল পুলিশও। নিজস্ব চিত্র।

শহরের প্রধান রাস্তাগুলিতে টোটো বন্ধের নির্দেশিকা জারি হতেই প্রতিবাদে সরব হলেন চালকেরা। শনিবার শিলিগুড়ির বিভিন্ন জায়গায় অবাধ টোটো চলাচলের দাবিতে রাস্তায় নামেন চালকেরা। মেয়র গৌতম দেবের বাড়ির সামনেও বিক্ষোভ দেখাতে হাজির হন কয়েকজন। শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে আট বিক্ষোভকারীকে আটক করে। এনটিএস মোড় থেকেও দু’জনকে ধরে শিলিগুড়ি থানার পুলিশ।

Advertisement

শুক্রবার শিলিগুড়ি পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফে জানানো হয়, ২১ এপ্রিল থেকে এসএফ রোড, বর্ধমান রোড, হিলকার্ট রোড, বর্ধমান রোড ও সেবক রোডে কোনও টোটো চলতে পারবে না। শহরের ভিতরের রাস্তাগুলিতে শুধুমাত্র নম্বরযুক্ত টোটো চলাচল করতে পারবে। নিষিদ্ধ হবে বিনা নম্বরের সমস্ত টোটো। পুলিশের এই ঘোষণার পর শনিবার সকাল থেকে দফায় দফায় শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেন টোটো চালকেরা। দুপুরে দেশবন্ধুপাড়ার এনটিএস মোড়ের কাছে কিছু চালক বিক্ষোভ দেখাতে থাকেন। কিছু বিক্ষোভকারীর হাতে তৃণমূলের পতাকাও ছিল বলে খবর। যদিও পরে পতাকা ছাড়াই বিক্ষোভ শুরু করে দেন চালকেরা। টোটো আটকে জোর করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।

টোটো চালকদের এই বিক্ষোভে ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ। শিলা দে নামে এক যাত্রী বলেন, “ফুলেশ্বরী যাওয়ার জন্য টোটোয় উঠেছিলাম। কিন্তু এনটিএস মোড়ের কাছে জোর করে নামিয়ে দেওয়া হয় টোটো থেকে। দাবিদাওয়া থাকতেই পারে। কিন্তু এমন ভাবে আন্দোলন কেন!” ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে শিলিগুড়ি থানার পুলিশ। কলেজপাড়ায় মেয়র গৌতম দেবের বাড়ির সামনেও কিছু টোটোচালক টোটো নিয়ে গিয়ে বিক্ষোভের পরিকল্পনায় ছিল। ঘটনার খবর পেতেই সেখানে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। মেয়রের বাড়ির সামনে থেকে আট জনকে আটক করে পুলিশ। আটক করা হয়েছে টোটোগুলিকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement