পুজোর আগে টয় ট্রেন চালুর আশা

সব ঠিক থাকলে পুজোর আগেই টয় ট্রেন চালু হতে পারে বলে জানাচ্ছেন ডিএইচআর কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ০৩:১০
Share:

প্রায় দু’মাস ধরে বন্ধ ছিল টয় ট্রেন। তা ফের চালু হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। ১ অগস্ট থেকে টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকার ফলে পুজোর আগে এনজেপি থেকে দার্জিলিঙের রেল পরিষেবা চালু হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেই আশঙ্কার মেঘ কেটেছে বৃষ্টি কমে যেতেই। তবে সব ঠিক থাকলে পুজোর আগেই টয় ট্রেন চালু হতে পারে বলে জানাচ্ছেন ডিএইচআর কর্তৃপক্ষ।

Advertisement

দার্জিলিং হিমালয়ান রেলের অধিকর্তা এম কে নার্জারি বলেন, ‘‘আমরা এনজেপি থেকে পরীক্ষামূলকভাবে টয় ট্রেন চালাচ্ছি কয়েকদিন হল। এ সপ্তাহেই আরও একবার চূড়ান্তভাবে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। তা সফল হলে ৮ অক্টোবর থেকে চলবে ট্রেন।’’ সোমবারই উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২ অক্টোবর পর্যন্ত এনজেপি-দার্জিলিং ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। দার্জিলিং-ঘুম জয় রাইড বাতিল থাকবে ৫ অক্টোবর পর্যন্ত এবং কার্শিয়াং-দার্জিলিং রেড পান্ডা ট্রেনটিও ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে। অগস্টের প্রথম সপ্তাহ থেকে টানা বৃষ্টির জেরে পাগলাঝোরায় প্রায় ৬০ মিটার এলাকায় ধস নেমে টয় ট্রেনের লাইনে ক্ষতি হয়েছিল। তার জেরে এনজেপি-দার্জিলিং শাখায় ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তখন এনজেপি থেকে একটি ট্রেন রংটং পর্যন্ত চালানো হচ্ছিল। কিন্তু রংটংয়ে ধস নেমে তা বন্ধ হয়ে যায়।

ধসপ্রবণ পাগলাঝোরায় ধস না সরিয়ে লাইন মেরামতির কাজ শুরু করা যাচ্ছিল না। গত এক সপ্তাহে সেই কাজ সেরেছেন রেলের কর্তারা। তার জেরেই ফের নতুন করে শিলিগুড়ি–দার্জিলিং টয় ট্রেন চালানোর পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘ দিন থেকেই টয় ট্রেনের রুট নিয়ে স্থায়ী সমাধান খোঁজার কথা বলে আসছেন উত্তরবঙ্গের অনেক পর্যটন এজেন্ট। কিন্তু ধসের মধ্যে যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেন চালাতে চাননি রেল কর্তারা। গত বছর পুজোর আগেও পাহাড়ে অশান্তির জন্য ট্রেন পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন অনেক পর্যটক। এ বার শান্ত পাহাড়ে টয় ট্রেন ঘিরে পর্যটকদের আলাদা উৎসাহ রয়েছে বলেই মনে করছেন আধিকারিকরা। টয় ট্রেন চালুর সম্ভাবনায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও। শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল বলেন, ‘‘দু’মাসে অনেক বিদেশি পর্যটককে ট্রেন বন্ধের কথা আগাম জানাতে হয়েছিল। চালু হলে ভাল।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন