টোল-বিক্ষোভে ধর্মঘট চলছেই, হয়রান যাত্রীরা

মালদহে টোল ট্যাক্স নিয়ে দাবি না মেটায় বেসরকারি পরিবহণ ধর্মঘট চলছেই। শনিবার বিকেলে নিজেদের মধ্যে বৈঠক করে লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিভিন্ন পরিবহণের মালিক সংগঠনগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ০২:৫৪
Share:

—ফাইল চিত্র।

মালদহে টোল ট্যাক্স নিয়ে দাবি না মেটায় বেসরকারি পরিবহণ ধর্মঘট চলছেই। শনিবার বিকেলে নিজেদের মধ্যে বৈঠক করে লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিভিন্ন পরিবহণের মালিক সংগঠনগুলি। সমস্যার সমাধানে শনিবার প্রশাসন বৈঠক ডাকলেও সেখানে টোল আদায়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কোনও প্রতিনিধি হাজির না থাকায় সমাধানসূত্র বের হয়নি।

Advertisement

মালিক সংগঠনের অভিযোগ, বেসরকারি বাস, ম্যাক্সিট্যাক্সি, পণ্যবোঝাই ট্রাক থেকে বাড়তি টোল আদায় করা হচ্ছে। তা কমানোর দাবিতেই একযোগে আন্দোলনে নেমেছে বিভিন্ন পরিবহণ মালিক সংগঠন ও বণিক মহল। তাঁদের অভিযোগ, জাতীয় সড়কের নিয়ম অনুসারে ৫০ কিলোমিটার গাড়ি চালানো হলে টোল ট্যাক্স দিতে হয়। মালদহের গৌড় কন্যা থেকে গাজল ও বৈষ্ণবনগরের ১৮ মাইল টোলের দুরত্ব ১৮ ও ২৪ কিলোমিটার। তারপরেও কেন বাস ও ম্যাক্সি ট্যাক্সি থেকে ৫০ কিলোমিটারেরই টোল ট্যাক্স নেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে পথে নেমেছেন তাঁরা। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিজেদের দাবিতে অনড়। মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর দীনেশ হানসারিয়া বলেন, ‘‘সমস্ত জায়গায় একই নিয়মে টোল আদায় করা হয়। ফলে মালদহে তার ব্যতিক্রম হবে না।’’

এর প্রতিবাদেই বৃহস্পতিবার থেকে মালদহ-উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ রুটে লাগাতার পরিবহণ ধর্মঘট ডাকেন বেসরকারি পরিবহণ মালিকেরা। সমস্যা মেটাতে শনিবার বিকেল পাঁচটা থেকে জেলার বাণিজ্য ভবনে চার জেলার ব্যবসায়ী সমিতি ও পরিবহণ মালিক সংগঠন বৈঠকে বসে। বৈঠকের পরেই লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। টোল ট্যাক্স না কমানো পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মালদহ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নিমাই বিশ্বাস। তিনি বলেন, ‘‘টোল আদায়ে জাতীয় সড়কের যা নিয়ম রয়েছে, সেই নিয়মে আমাদের টোল অর্ধেক হওয়া উচিত। আমাদের এই দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রশাসন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনও সহযোগিতা না করায় মঙ্গলবার পর্যন্ত বাস ধর্মঘট চলবে। আমাদের আন্দোলনে সামিল হয়েছে বেসরকারি আরও পরিবহণ সংগঠনেরাও।’’

Advertisement

এদিকে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পরিবহণ মালিকদের দ্বন্দ্বের জেরে নাজেহাল যাত্রীরা। মালদহ-বালুরঘাট রুটে ৮০টি, রায়গঞ্জ রুটে ৭৮টি, মুর্শিদাবাদ রুটে প্রায় ৬০টি বেসরকারি বাস চলে। এ ছাড়া এই রুটগুলিতে ম্যাক্সিট্যাক্সি, ছোট গাড়িও প্রচুর চলাচল করে। তাই যাত্রীদের অধিকাংশ বেসরকারি পরিবহণের উপরেই পুরোপুরি নির্ভরশীল। সেখানে টানা তিন দিন এমন ধর্মঘটের জেরে বিপাকে নিত্যযাত্রীরা। তাঁদের গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে জেলার বিভিন্ন স্ট্যান্ডে। ছোট গাড়িতে বাদুড়ঝোলা হয়ে যেতে হচ্ছে গন্তব্যে। মালদহের অতিরিক্ত জেলাশাসক দেবতোষ মণ্ডল বলেন, ‘‘আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থাকে চিঠি দিয়ে টোল কমানোর দাবি জানাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন