দেওয়াল মুছছে তৃণমূল, ক্ষোভ বিজেপির

প্রার্থী তালিকা ঘোষণা না হলেও ইংরেজবাজার পুরসভা বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন নিয়ে বির্তক শুরু হয়ে গিয়েছে। শনিবার রাতে ইংরেজবাজার পুরসভার ১৭ ও ১৮ নম্বর ওর্য়াডে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার বিজেপির তরফ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ করা হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৫ ০২:০৩
Share:

এই দেওয়াল লিখন মুছে দেওয়া ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ছবিটি তুলেছেন মনোজ মুখোপাধ্যায়।

প্রার্থী তালিকা ঘোষণা না হলেও ইংরেজবাজার পুরসভা বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন নিয়ে বির্তক শুরু হয়ে গিয়েছে। শনিবার রাতে ইংরেজবাজার পুরসভার ১৭ ও ১৮ নম্বর ওর্য়াডে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার বিজেপির তরফ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ করা হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

ইংরেজবাজার পুরসভায় এখনও কোনও দলই প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দেওয়াল লিখনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মাস খানেক আগেই বিজেপি ও রাজ্যের শাসক দল তৃণমূল নেমে পড়েছে। পুরসভার ২৯টি ওর্য়াডেই চলছে দেওয়াল দখলের লড়াই। কোথাও প্রতীক চিহ্ন দিয়ে দেওয়াল দখল করা হয়েছে। কোথাও আবার ‘সাইট ফর’ লেখা রয়েছে।

অভিযোগ, পুরসভার ১৭ নম্বর ওর্য়াডে মহেশমাটি এলাকায় শনিবার রাতে তৃণমূল কর্মীরা তিনটি দেওয়াল মুছে ‘সাইট ফর টিএমসি’ লিখে রেখেছে। যা দেখে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।

Advertisement

ওই ওর্য়াডটি সিপিএমের দখলে ছিল। তবে এখন থেকে বিজেপি ও তৃণমূল জোরকদমেই প্রচার শুরু করে দিয়েছে।

ওর্য়াডের বিজেপির সভাপতি সুকেন চন্দ্র ঠাকুর বলেন, “আমরা মাসখানেক আগে থেকেই দেওয়াল লিখন শুরু করেছি। মানুষ আমাদের পাশে আছে। মানুষ সমর্থন করছেন। তাই তৃণমূল কর্মীরা রাতের অন্ধকারে আমাদের দেওয়াল লিখন মুছে দিয়েছে বলে সন্দেহ করছি।” তাঁর অভিযোগ, তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে।

তৃণমূলের প্রাক্তন টাউন সভাপতি শুভময় বসু বলেন, “ভিত্তিহীন অভিযোগ। নিজেরাই দেওয়াল মুছে দিয়ে হালে পানি পাওয়ার জন্য আমাদের উপরে দায় চাপাচ্ছে। এর জবাব মানুষ তাদের দেবেন।”

বিজেপির জেলা সভাপতি শিবেন্দু শেখর রায় অভিযোগ করেন, “তৃণমূল এখন থেকে সন্ত্রাস শুরু করে দিয়েছে। এর জবাব মানুষ তাদের দেবেন।” রাজ্যের মন্ত্রী তথা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, “বিজেপি মিথ্যে অভিযোগ করে প্রচার পেতে চাইছে।” মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনাটি খোঁজ নিয়ে দেখবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন