Dinhata

বৃষ্টির মধ্যেই জলমগ্ন দিনহাটার পরিস্থিতি খতিয়ে দেখলেন উদয়ন

অফিস যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী-সহ সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে ভোগান্তি। এই পরিস্থিতিতে বুধবার বৃষ্টির মধ্যেই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ০১:৫৪
Share:

বুধবার বৃষ্টির মধ্যেই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। —নিজস্ব চিত্র।

টানা বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা। রাতভর ভারী বৃষ্টিতে জনজীবন এক প্রকার বিপর্যস্ত। শহরের একাধিক প্রধান রাস্তা, বাজার থেকে শুরু করে পাড়াগুলিতে হাঁটুজল জমে গিয়েছে। অফিস যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী-সহ সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে ভোগান্তি। এই পরিস্থিতিতে বুধবার বৃষ্টির মধ্যেই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

Advertisement

শহরের একাধিক ওয়ার্ডে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন পুরসভার আধিকারিক ও কর্মীরাও। বিভিন্ন জায়গা পরিদর্শন করে সেখানকার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন উদয়ন। শহর পরিদর্শনের পরে তিনি বলেন, ‘‘প্রচণ্ড বৃষ্টির কারণে জল জমেছে। তবে যাতে দ্রুত জল নিকাশি হয় ও জনজীবন স্বাভাবিক হয় সেই চেষ্টা করছি।’’ মন্ত্রীর প্রতিশ্রুতি, প্রয়োজনে অতিরিক্ত পাম্প বসিয়ে জমা জল নিকাশি করা হবে।

বুধবার সকালে পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে টানা বৃষ্টির মধ্যেই শহর পরিদর্শনে বার হন মন্ত্রী উদয়ন। পুরসভার কর্মীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন নিকাশিনালা, ড্রেন ও জল নিকাশের পথ খতিয়ে দেখেন তিনি। মন্ত্রী জানান, “প্রচণ্ড বৃষ্টির কারণে জল জমেছে, তবে যাতে দ্রুত জল বেরিয়ে যায় এবং শহরের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই চেষ্টাই করছি।” তিনি আরও বলেন, “প্রয়োজন হলে অতিরিক্ত পাম্প বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।” পুরসভার কর্মীদের উদয়নের নির্দেশ, ‘’জমে থাকা জল দ্রুত সরানোর জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে।’’

Advertisement

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৫ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের কোচবিহার-সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। এর ফলে জলমগ্ন পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement