শিশুকন্যা-সহ নিখোঁজ গৃহবধু

নিজের পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক গৃহবধু৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার কামারপাড়া এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ওই গৃহবধুর নাম সুদীপ্তা দত্ত৷ গত ১৩ অগস্ট মেয়ে গুনগুনকে নিয়ে বাড়ি থেকে বের হন৷ তার পর থেকেই তাঁরা নিখোঁজ৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ২২:৫৭
Share:

নিজের পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক গৃহবধু৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার কামারপাড়া এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ওই গৃহবধুর নাম সুদীপ্তা দত্ত৷ গত ১৩ অগস্ট মেয়ে গুনগুনকে নিয়ে বাড়ি থেকে বের হন৷ তার পর থেকেই তাঁরা নিখোঁজ৷ সুদীপ্তাদেবীর স্বামী ইন্দ্রনীল দত্ত জলপাইগুড়ির কোতোয়ালি থানায় তাঁর লিখিত অভিযোগে বলেছেন, ওই একই সময় থেকে এলাকার এক তরুণী, যে কিনা সুদীপ্তাদেবীর খুবই ঘনিষ্ঠ – তিনিও নিখোঁজ৷ শুধু তাই নয়, নিখোঁজ হওয়ার সময় সুদীপ্তাদেবীর কাছে তাঁর শাশুড়ির একটি এটিএম কার্ডও ছিল, যা থেকে গত দু’দিনে দুই দফায় চল্লিশ হাজার টাকা তোলা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন ইন্দ্রনীলবাবু৷ জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ নিখোঁজদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement