সালিশি নিয়ে গন্ডগোল, মালদহে মার মহিলাদের

পুরনো মামলা প্রত্যাহারের জন্য ডাকা হয়েছিল সালিশি সভা। তবে যে পরিবার ওই মামলা করেছেন, তাঁরাই সালিশি সভায় যাননি। তাই তাঁদের উপরে হামলা করা হয়েছে। পাল্টা হামলাও হয়েছে বলে অভিযোগ। রবিবার এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের মোথাবাড়ির মণ্ডলটোলা গ্রাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০১:৩৫
Share:

পুরনো মামলা প্রত্যাহারের জন্য ডাকা হয়েছিল সালিশি সভা। তবে যে পরিবার ওই মামলা করেছেন, তাঁরাই সালিশি সভায় যাননি। তাই তাঁদের উপরে হামলা করা হয়েছে। পাল্টা হামলাও হয়েছে বলে অভিযোগ। রবিবার এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের মোথাবাড়ির মণ্ডলটোলা গ্রাম। ঘটনায় আক্রান্ত হয়েছেন দুই পরিবারের ২ মহিলা সহ ৬ জন। আহতেরা প্রত্যেকেই চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সোমবার মোথাবাড়ি ফাঁড়িতে দু’পক্ষই লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘দুই পক্ষেরই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের মোথাবাড়ি ফাঁড়ির মণ্ডলটোলা গ্রামের এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হন প্রতিবেশী সঞ্জিত মণ্ডল। সঞ্জিত জামিনে মুক্ত হলেও মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সেই মামলা প্রত্যাহার করার জন্য ওই মহিলার পরিবারের উপরে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমন কী, গ্রামে সালিশি সভার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য নির্যাতিতা মহিলার পরিবারের উপরে চাপ দেওয়া হচ্ছে। তবে প্রতিবারই সালিশি সভায় অনুপস্থিত থাকেন মহিলার পরিবারের লোকেরা। স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, গত শুক্রবার সঞ্জিতের পরিবার ফের গ্রামে সালিশি সভা ডাকে দেন। এবারও সালিশি সভায় যাননি ওই মহিলার পরিবার। এই ক্ষোভে ওই দিন দুপুরে মহিলার স্বামী ও ছেলের উপরে বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় সঞ্জিতবাবুর পরিবারের লোকেরা। পাল্টা ইট, পাথর নিয়ে হামলা চালান আক্রান্ত পরিবারেরাও। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

ঘটনায় দুই পরিবারের দুই মহিলা সহ মোট ছ’জন জখম হন। আহতদের মধ্যে অভিযোগকারী মহিলার স্বামী ও তাঁর ছেলের আঘাত গুরুতর। এ দিন দু’পক্ষই মোথাবাড়ি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মহিলার স্বামী বলেন, ‘‘আমরা আইনের দ্বারস্থ হয়েছি। তবে অভিযুক্ত সঞ্জিতরা মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে।’’

Advertisement

সঞ্জিতবাবু বলেন, ‘‘মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। পরিবারের দুই মহিলা সহ মোট চারজন জখম হয়েছে।’’ গ্রাম পঞ্চায়েত সদস্য সিপিএমের দিলীপ মণ্ডল বলেন, ‘‘পুলিশকে আইনমাফিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন