Darjeeling Disaster

ফুঁসছে হলং নদী, স্রোতে ভাঙল কাঠের সেতু! বিচ্ছিন্ন হয়ে পড়ল জলদাপাড়ার বেশ কিছু এলাকা

রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ভেঙে পড়ে সেতুটি। তাতেই বিপত্তি। জলদাপাড়া ট্যুরিস্ট লজে যেতে হলে এই কাঠের সেতু পেরিয়ে যেতে হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৫:০৬
Share:

বামনডাঙার চা বাগানে উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। — নিজস্ব চিত্র।

পাহাড় ও ডুয়ার্সে রাতভর ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের প্রায় সব নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফুলেফেঁপে উঠেছে হলং। আর তার জেরেই ডুয়ার্সে ভেঙে পড়ল নদীর উপরে থাকা কাঠের সেতু। আর তার ফলে জলদাপাড়ার কিছু এলাকা বাকি ডুয়ার্সের বাকি অংশের বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলদাপাড়া ট্যুরিস্ট লজে যাওয়ার একমাত্র পথ হল এই সেতু। এটি ভেঙে পড়ায় অতিথিবাসে আটকে পড়েছেন বেশ কয়েক জন পর্যটক।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ভেঙে পড়ে সেতুটি। তাতেই বিপত্তি। জলদাপাড়া ট্যুরিস্ট লজে যেতে হলে এই কাঠের সেতু পেরিয়ে যেতে হয়। সেখান থেকে জঙ্গল সফরে যেতে হলেও পার হতে হয় এই সেতু। ওই লজে এখন রয়েছেন প্রায় ১০০ পর্যটক। সেতুটি ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন ওই পর্যটকেরা। অনেকেরই রবিবার রাতে ট্রেন ধরে বাড়ি ফেরার কথা ছিল। আচমকা এই বিপর্যয়ের কারণে তাঁরা তা পারবেন কি না, সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেকের মনে উদ্বেগ তৈরি হয়েছে।


Advertisement

শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পঙে। তাতেই বিধ্বস্ত পাহাড়। বহু জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ। তিস্তার জল উঠে এসেছে জাতীয় সড়কের উপর। এখনও পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে দার্জিলিং থেকে। পাহাড়ের জল এ বার নামছে সমতলেও। আর তাতেই বিপর্যস্ত হচ্ছে উত্তরবঙ্গের সমতল এলাকা। ভুটান এবং পাহাড়ে ভারী বৃষ্টির কারণে জল নেমে এসেছে ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের সমতলেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement