ট্রেন বাঁচালেন যুবক

পঁচিশ বছরের যুবক এক গ্রামবাসীর তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে বাঁচল নিউ জলপাইগুড়ি–ফকিরাগ্রাম ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০১:৪২
Share:

ফাটল: এমন দৃশ্য দেখেই ট্রেন থামায় যুবক। ছবি: দীপঙ্কর ঘটক

পঁচিশ বছরের যুবক এক গ্রামবাসীর তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে বাঁচল নিউ জলপাইগুড়ি–ফকিরাগ্রাম ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন৷

Advertisement

শনিবার দুপুরে ভোটপট্টির কাছে আচমকাই রেল লাইনে ফাটল দেখে লাল কাপড় দেখিয়ে ট্রেনটি দাঁড় করায় ওই যুবক৷ পরে রেলের ইঞ্জিনিয়াররা ছুটে এসে লাইনটি মেরামত করে৷

রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর তিনটে দশ নাগাদ ভোটপট্টি স্টেশন ছাড়ে ট্রেনটি৷ স্টেশন থেকে খানিকটা দূরে ভোটপট্টি শোবারবাড়ি এলাকায় যেতেই লাল গেঞ্জি দেখে ট্রেনটি দাড় করান চালক৷ তার পর গ্রামবাসীরা তাঁকে রেল লাইনের ফাটলটি দেখান৷

Advertisement

যিনি ফাটলটি প্রথমে দেখতে পান, সেই আশিস বসাক বলছিলেন, ‘‘দুপুরে ভাত খেতে বসেছিলাম। তখন একটা মালগাড়ি ওখান দিয়ে যাচ্ছিল৷ কিন্তু মালগাড়িটা যেতেই হঠাৎ একটা শব্দ পাই। খটকা লাগায় তৎক্ষণাৎ দেখতে যাই। তখনই চোখে পড়ে লাইনের ফাটলটা।’’ ততক্ষণে প্যাসেঞ্জার ট্রেন আসার সময় হয়ে গিয়েছে। প্রথমে হতচকিত হয়ে পড়েছিলেন। পড়ে একটি লাল কাপড় লাঠির মাথায় লাগিয়ে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন আশিস। ট্রেন দাঁড়িয়ে যায়।

আলিপুরদুয়ারের ডিআরএম সঞ্জীব কিশোর জানান, ‘‘আমাদের ইঞ্জিনিয়াররা কাছেই ছিলেন। খবর পেয়ে দ্রুত লাইন মেরামত করা হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement