অ্যাসিড হামলায় ধৃতের জেল হেফাজত

দ্বাদশ শ্রেণির ছাত্রীর গায়ে অ্যাসিড জাতীয় কিছু ছোড়া ও ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে ধৃত স্কুল ছাত্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল রায়গঞ্জের মুখ্য বিচার বিভাগীয় আদালত। রায়গঞ্জের কলেজপাড়া এলাকার বাসিন্দা বছর উনিশের ওই ছাত্র শহরের একটি হাইস্কুলে দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করত। তাকে রবিবার আদালতে তোলে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৫ ০১:০৯
Share:

দ্বাদশ শ্রেণির ছাত্রীর গায়ে অ্যাসিড জাতীয় কিছু ছোড়া ও ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে ধৃত স্কুল ছাত্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল রায়গঞ্জের মুখ্য বিচার বিভাগীয় আদালত। রায়গঞ্জের কলেজপাড়া এলাকার বাসিন্দা বছর উনিশের ওই ছাত্র শহরের একটি হাইস্কুলে দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করত। তাকে রবিবার আদালতে তোলে পুলিশ।

Advertisement

বিচারক স্তোত্রি সাহা ধৃতের জামিনের আবেদন নাকচ করে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ওই ছাত্রের বিরুদ্ধে অ্যাসিড হামলা ও খুনের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য ৩৪১, ৩২৬ (এ) ও ৩০৭ ধারায় মামলা দায়ের করেছে। ধৃতের আইনজীবী স্বরূপ বিশ্বাসের দাবি, “ওই স্কুলছাত্রকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।” যদিও ওই ছাত্রীকে ঠিক কী ছোড়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর শরীরের ডান দিকের বিভিন্ন অংশে ওই তরল ছোড়া হলেও শরীর পোড়েনি। পুলিশের সন্দেহ, ওই ছাত্রীকে ভয় দেখাতে তার গায়ে তেল জাতীয় তরল কিছু ছোঁড়া হয়েছিল। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী বলেন, “ওই ছাত্রীর গায়ে ছোড়া তরল জাতীয় পদার্থটি কী, তা জানতে নমুনা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।”

পুলিশ সূত্রের খবর, গত শনিবার দুপুরে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার পথে রায়গঞ্জের সেবকপল্লি এলাকায় ওই ছাত্রীর পথ আটকায় মোটরবাইক আরোহী এক যুবক। তাঁর গায়ে অ্যাসিড ছোড়া হয়, বুকের বাঁ দিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। বাসিন্দারা ছাত্রীকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করান।

Advertisement

ছাত্রীর দাবি, ওই দুষ্কৃতীর মুখ মাফলার দিয়ে ঢাকা থাকায় সে তাকে চিনতে পারেনি। ঘটনার পর ছাত্রীর পরিবারের তরফে এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রী রায়গঞ্জের বিদ্রোহীমোড় এলাকার একটি লেডিস হস্টেলে থেকে পড়াশোনা করে। রাতেই পুলিশ ওই তার বান্ধবীদের জিজ্ঞাসাবাদ করে কলেজপাড়া এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, একই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশন পড়ার সুবাদে ওই ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অভিযুক্ত ছাত্রের ঘনিষ্ঠতা ছিল। সম্প্রতি ওই ছাত্রীকে সে প্রেম প্রস্তাব দেয়। কিন্তু প্রত্যাখ্যাত হয়ে সে তার উপর হামলা চালায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন