জঙ্গপানা বাগানে রেশন বিলির নির্দেশ

বন্ধ জঙ্গপানা চা বাগানের রেশন দোকান খোলার জন্য মালিকপক্ষকে নোটিশ পাঠালেন কার্শিয়াঙের মহকুমা শাসক। শুক্রবার পাঠানো এই নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে বাগানের রেশন দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। মালিকপক্ষ রেশন দোকান খোলানোর ব্যবস্থা না করলে প্রশাসন-ই পদক্ষেপ করবে বলে জানানো হয়েছে। কার্শিয়াঙের মহকুমা শাসক ইউ স্বরূপ বলেন, “রেশন দোকান খোলার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৪ ০৩:১৬
Share:

বন্ধ জঙ্গপানা চা বাগানের রেশন দোকান খোলার জন্য মালিকপক্ষকে নোটিশ পাঠালেন কার্শিয়াঙের মহকুমা শাসক। শুক্রবার পাঠানো এই নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে বাগানের রেশন দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। মালিকপক্ষ রেশন দোকান খোলানোর ব্যবস্থা না করলে প্রশাসন-ই পদক্ষেপ করবে বলে জানানো হয়েছে। কার্শিয়াঙের মহকুমা শাসক ইউ স্বরূপ বলেন, “রেশন দোকান খোলার জন্য নোটিশ দেওয়া হয়েছে। মালিকপক্ষ রেশন বিলি শুরু না করলে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। বাগানে ইতিমধ্যেই রেশন বরাদ্দ পৌঁছে গিয়েছে। তাই এই কাজে কোনও সমস্যা হবে না বলেই মনে করছি।”

Advertisement

তবে বাগান মালিকদের সংগঠন দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের তরফে এ ধরণের কোনও নির্দেশ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। বাগান খোলা নিয়ে ত্রিপাক্ষিক দু’টি বৈঠকে দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সন্দীপ মুখোপাধ্যায় মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেছিলেন। এ দিন সন্দীপবাবু বলেন, “বিষয়টি আমার জানা নেই। কোনও চিঠিও পাইনি।”

এক কর্মী নিয়োগকে কেন্দ্র করে শ্রমিক-মালিক বিরোধের জেরে গত ৩১ জুলাই জঙ্গপানা চা বাগানে সাসপেনশন ওব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মালিকপক্ষ। বাগানে কাজ বন্ধের এই নোটিশেই রেশন সহ বিভিন্ন সুবিধা বন্ধ রাখার কথা জানানো হয়। বাগান খোলা নিয়ে পরপর দু’টি বৈঠক হলেও, কোনও সমাধান সূত্র বের হয়নি। এই পরিস্থিতিতে বন্ধ বাগানে রেশন সহ অনান্য পরিষেবা চালুর দাবি জানায় শ্রমিক সংগঠনগুলি।

Advertisement

মহকুমা শাসক জানিয়েছেন, বাগান খোলা নিয়ে ত্রিপাক্ষিক আলোচনা চলছে। তবে কবে বাগান খুলবে তার জন্য অপেক্ষা না করে শ্রমিকদের স্বার্থে দ্রুত রেশন বিলি করতেই ওই নির্দেশ পাঠানো হয়েছে। বাগানে ২৬০ জন শ্রমিক এবং ৪১ জন কর্মী রয়েছেন।

গোর্খা জনমুক্তি মোর্চার চা শ্রমিক সংগঠনের সভাপতি পি টি শেরপা মহকুমা শাসকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বাগানের শ্রমিকদের স্বার্থে এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement