লেপচাদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

লেপচা ডেভেলপমেন্ট বোর্ডের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বোর্ডের তরফে মুখ্যমন্ত্রীর যোগদানের কথা জানানো হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর কালিম্পঙে ওই অনুষ্ঠান হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৪ ০২:১০
Share:

লেপচা ডেভেলপমেন্ট বোর্ডের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বোর্ডের তরফে মুখ্যমন্ত্রীর যোগদানের কথা জানানো হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর কালিম্পঙে ওই অনুষ্ঠান হতে পারে। ২০১২ সালের ২ সেপ্টেম্বর রাজ্য বিধানসভার সম্মতি মেলার পরে মায়াল ল্যাঙ লেপচা ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয়। যদিও, লেপচাদের তরফে প্রতি বছর ৩ সেপ্টেম্বরই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বোর্ড জানিয়েছে, এবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে মুখ্যমন্ত্রীকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর দফতর থেকে সম্প্রতি ও ব্যাপারে তার আসার সম্মতি মিলেছে বলে জানানো হয়েছে।

Advertisement

বোর্ডের ভাইস চেয়ারম্যান ইউসুফ সিম্মিক বলেন, “মুখ্যমন্ত্রীর দফতরের সম্মতি মিলেছে। আগামী ৩ সেপ্টেম্বর কালিম্পঙে বোর্ডের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসবেন। কোথায় অনুষ্ঠান হবে তা অবশ্য এখনও ঠিক হয়নি।” বোর্ড সূত্রে জানানো হয়েছে, কাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে, তা-ও এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের ডাকার কথা প্রাথমিক ভাবে স্থির হয়েছে।

সরকারি সূত্রের খবর, ১ সেপ্টেম্বরই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসছেন। শিলিগুড়িতে তাঁর বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। যদিও সরকারি ভাবে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে এখনও কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর সফরের দ্বিতীয় দিনেই কালিম্পঙে রাজ্য সরকার এবং জিটিএ-এর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। সে দিন অবশ্য মুখ্যমন্ত্রী কোথায় থাকবেন, তা এখনও স্থির হয়নি বলে প্রশাসন জানিয়েছে। দার্জিলিঙের জেলাশাসক পুনীত যাদব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সফরের বিষয়ে প্রশাসন মৌখিকভাবে জানতে পারলেও, নবান্ন থেকে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি।

Advertisement

মুখ্যমন্ত্রীর আগের বারের পাহাড় সফরে জিটিএ-র চিফ বিমল গুরুঙ্গের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল। এবারে তেমন কোনও সম্ভাবনা রয়েছে কি না অথবা জিটিএ-র কোনও প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কি না, তা নিয়ে মোর্চার তরফে কোনও মন্তব্য করা হয়নি। জিটিএ-র সদস্য তথা গোর্খা জনমুক্তি মোর্চার সহ সম্পাদক জ্যোতি কুমার রাই বলেন, “মুখ্যমন্ত্রীর সফরের বিষয়ে সরকারি ভাবে কিছু জানা নেই। সে কারণে কোনও মন্তব্য করা সম্ভব নয়।”

পাহাড় সফরের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কোনও কর্মসূচি না থাকলেও, কয়েকটি বিষয়ে দাবি-দাওয়া জানিয়ে দলের স্থানীয় নেতৃত্বরা স্মারকলিপি দেবেন বলে তৃণমূলের পাহাড় কমিটি জানিয়েছে। দলের পাহাড় কমিটির সভাপতি রাজেন মুখিয়া বলেন, “১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী দার্জিলিং পৌঁছবেন। লেপচাদের অনুষ্ঠান ছাড়াও বেশ কিছু অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। তবে রাজনৈতিক কোনও কর্মসূচি নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন