সন্ত্রাসের অভিযোগ খারিজ গৌতমের মন্ত্রিত্ব নিয়ে আশাবাদী মোর্চা

কেন্দ্রীয় মন্ত্রিসভায় দার্জিলিঙের সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া জায়গা পাবেন বলে এখনও আশাবাদী গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। বুধবার দিল্লি থেকে ফেরেন বিমল গুরুঙ্গেরা। এ দিন ফেরার পথে সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার মন্ত্রিত্ব মেলার বাপারে ওই আশার কথা প্রকাশ করেন তিনি। পাহাড়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে বলে বাগডোগরায় এ দিন নামার পর অভিযোগও তুলেছেন বিমল গুরুঙ্গ। এমনকী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বেই পাহাড়ে তৃণমূল সেই কাজ করছে বলে তাঁর অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ২৯ মে ২০১৪ ০১:৫০
Share:

কেন্দ্রীয় মন্ত্রিসভায় দার্জিলিঙের সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া জায়গা পাবেন বলে এখনও আশাবাদী গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। বুধবার দিল্লি থেকে ফেরেন বিমল গুরুঙ্গেরা। এ দিন ফেরার পথে সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার মন্ত্রিত্ব মেলার বাপারে ওই আশার কথা প্রকাশ করেন তিনি। পাহাড়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে বলে বাগডোগরায় এ দিন নামার পর অভিযোগও তুলেছেন বিমল গুরুঙ্গ। এমনকী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বেই পাহাড়ে তৃণমূল সেই কাজ করছে বলে তাঁর অভিযোগ।

Advertisement

মোর্চা সভাপতির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “ওই সব ভিত্তিহীন অভিযোগ নিয়ে কিছু বলতে চাই না। পাহাড়ে বাদামতাম, বিজনবাড়ি, কাগেদে আমাদের সমর্থক, কর্মীদের উপর হামলা হয়েছে। আমরা সব সময় শাস্তির পরিবেশ বজায় রাখতে চাই। অন্যায়, আপত্তিকর রাজনীতি আমরা পছন্দ করি না। মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য ইতিমধ্যেই অনেক বার পাহাড়ে গিয়েছেন। পাহাড়ে শান্তি বজায় রেখে, গণতান্ত্রিক পদ্ধতিতে উন্নয়নই আমাদের লক্ষ্য।”

গুরুঙ্গ এ দিন অবশ্য জানিয়েছেন তাঁরা আগের মত জিটিএ চালাবেন। এ দিন কার্শিয়াঙে বিমল গুরুঙ্গ বলেন, “সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া মন্ত্রিত্ব পাবেন কি না সে ব্যাপারে এখনও সময় রয়েছে। মাসখানেকের মধ্যেই সমস্ত পরিষ্কার হযে যাবে। দুই দফায় মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হচ্ছে। তার মধ্যে প্রথম দফার ঘোষণা হয়েছে। সুরেন্দ্র সিংহকে একটা পদ দেওয়া হবে বলে বলে আশা করছি। ভাল কিছুই হবে বলে মনে করছি। সমস্ত কিছুই মাস খানেকের মধ্যে পরিষ্কার হবে।”

Advertisement

নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে মোর্চার চার জন নেতাকে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন বিমল গুরুঙ্গ। এনডিএ বৈঠকেও তারা যোগ দেন। পাহাড়ের তিন জন বিধায়ক এখন থেকে বিরোধী আসনেই বসার সিদ্ধান্তের ব্যাপারে এ দিন বিমল গুরুঙ্গ বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি সরকারের থেকে আলাদা। এই সিদ্ধান্ত আমাদের বিষয়টি তুলে ধরার ক্ষেত্রে একটা প্রস্তুতি মাত্র।”

৬ জুন থেকে পরবর্তী অধিবেশনে মোর্চার পাহাড়ের তিন বিধায়ক বিরোধী বেঞ্চে বসতে চেয়ে বিধানসভার স্পিকারকে মঙ্গলবার চিঠি দিয়েছে। ৮ জুনের পর পাহাড় এবং সমতলে শিলিগুড়িতে মোর্চার তরফে বিজয় মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন না ৪ জুনের মধ্যে মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া শপথ নেবেন। এর পর তিনি দার্জিলিঙে আসবেন। সে সময়ই বিজয় মিছিলের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মোর্চা সূত্রে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন