Coronavirus in West Bengal

রাজ্যে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫ জন

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৭৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫৫ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২০ ১৯:৫৭
Share:

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ছবি: পিটিআই।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৫ জন। মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে করোনার কারণে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬০। এ ছাড়াও ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটিতে। তাঁরা যদিও করোনা আক্রান্তও হয়েছিলেন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৭৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯২ জন। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এ দিন স্বরাষ্ট্রসচিব বলেন, “গত কয়েক দিনের তুলনায় অনেক বেশি পরিমাণে টেস্ট করা হচ্ছে। ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে ২২টি। এক দিনে টেস্ট হয়েছে ৭ হাজার ৭৪৫ জনের। শেষ তথ্য অনুযায়ী ইতিমধ্যে ৭৭ হাজার ২৮৮টি টেস্ট হয়েছে। গত ৮ মে এই সংখ্যাটা ছিল ৩৫ হাজার ৭৬৭। ফলে গত সাত দিনেই দ্বিগুণ টেস্ট হয়েছে।”

রাজ্যে অন্যান্য জেলার তুলনায়, কলকাতার অবস্থা উদ্বেগজনক। বিভিন্ন জায়গায় কন্টেনমেন্ট জোনে ভাগ করে চলেছে নজরদারিও। একই সঙ্গে মোবাইল ভ্যানে করে বিভিন্ন এলাকায় লালারসের নমুনাও সংগ্রহ করা হচ্ছে। রাজ্য প্রশাসনের দাবি, করোনা মোকাবিলায় এক দিকে যেমন বেশি করে টেস্টের উপরে জোর দেওয়া হচ্ছে, তেমনই মানুষকে সচেতন করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: বাড়ছে না বাসের ভাড়া, নামছে ট্রামের সঙ্গে হাজার অ্যাপ ক্যাব, জানাল রাজ্য​

আরও পড়ুন: থমকে গিয়েছে গাঁটছড়া, বিপুল ক্ষতির মুখে ধুঁকছে বিয়ে ব্যবসা​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন