Nursing Candidates

নার্স নিয়োগ নিয়ে বিক্ষোভ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০ ০৪:৪২
Share:

স্বাস্থ্য ভবনের সামনে নার্সিং-চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েও সব পদে লোক নেওয়া হয়নি, এই অভিযোগে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালেন নার্সিং-এ প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারী এবং নার্সিং পরিষেবার সঙ্গে যুক্ত সংগঠনের বক্তব্য, গত মার্চ মাসে রাজ্যের ‘হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড’ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, তিনটি আলাদা বিভাগ মিলিয়ে ৯৩৩৩ জন নার্স নিয়োগ করা হবে। ওই পদের জন্য অনলাইনে আবেদন করেছিলেন ৮৬০০ জন। কিন্তু স্বাস্থ্য ভবন থেকে গত ১৪ অক্টোবর যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে সব মিলিয়ে ২৪৭৫ জনকে নেওয়া হচ্ছে। এর জেরেই সোমবার সকাল থেকে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ শুরু করেন নার্সিং পাশ ও প্রশিক্ষণ নিয়ে ইন্টারভিউ দিয়ে নিয়োগের ডাক না পাওয়া প্রার্থীরা। তাঁদের প্রশ্ন, করোনা মোকাবিলায় যেখানে বাড়তি নার্স প্রয়োজন, সেখানে প্রশিক্ষণ নেওয়া প্রার্থী থাকতেও সব শূন্য পদ পূরণ করা হচ্ছে না কেন? বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। বিকালে বিক্ষোভকারী সকলকেই গ্রেফতার করে বিধাননগরের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে যায় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন