Amit Shah

সিএএ কবে, জবাব দিলেন অমিত

অমিত জানিয়ে দিলেন, এখনই সিএএ কার্যকর করার পরিকল্পনা নেই। আপাতত ভাবনার কেন্দ্রে করোনা পরিস্থিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ২২:৩০
Share:

সাংবাদিক বৈঠকে অমিত শাহ। নিজস্ব চিত্র

বোলপুরের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, এখনই সিএএ কার্যকর করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। আপাতত সরকারের ভাবনার কেন্দ্রে রয়েছে করোনা পরিস্থিতি।

Advertisement

রবিবার সাংবাদিক বৈঠকে অমিত শাহকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সমস্যা, সীমান্ত সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে অমিত জানান, পশ্চিমবঙ্গের সীমান্ত সমস্যা অনেকটা মিটেছে। তারপরেই প্রশ্ন আসে, এতদিন ধরে আলোচনা হওয়ার পরেই কেন সিএএ প্রয়োগ করা হচ্ছে না?

উত্তরে অমিত শাহ বলেন, এখনও সিএএ-এর আইন পুরোপুরি হওয়া বাকি আছে। এখনই সিএএ নিয়ে ভাবছে না কেন্দ্রীয় সরকার। আপাতত করোনা পরিস্থিতির মোকাবিলা করাই মূল লক্ষ্য। একবার টিকা দেওয়া শুরু হলে পরিস্থিতি সামলানো যাবে। তারপর সিএএ প্রয়োগ নিয়ে ভাবনাচিন্তা শুরু করবে কেন্দ্রীয় সরকার।

Advertisement

আরও পড়ুন: বাংলার মানুষই দিদিকে হারাবে, ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী: অমিত

আরও পড়ুন: ‘সহানুভূতি কাড়ার চেষ্টা করছে তৃণমূল’ ৩৫৬ নিয়ে বললেন অমিত ।। ওঁরাই তো বলছেন: সৌগত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন