Accident

স্কুটিতে সওয়ার মহিলাকে পিষে দিল ট্রাক, জনতার বিক্ষোভে পালিয়ে স্কুলে আশ্রয় নিলেন ট্র্যাফিক পুলিশ

ক্যানসারে আক্রান্ত এক রোগীকে হাসপাতালে দেখতে যাচ্ছিলেন দুই মহিলা। শিলিগুড়ির চম্পাশরী থেকে ফুলবাড়ির জটিয়াকালির উদ্দেশে স্কুটিতে চেপে রওনা হয়েছিলেন তাঁরা। আচমকাই তাতে ধাক্কা দেয় ট্যাঙ্কারটি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৬:১০
Share:

দৌড়ে পালাচ্ছেন ট্র্য়াফিক পুলিশ কর্মী। — নিজস্ব চিত্র।

স্কুটিতে সওয়ার মহিলাকে পিষে দিল গ্যাসের ট্যাঙ্কার। মঙ্গলবার সকালে ঘটনাটি হয়েছে শিলিগুড়ির কাছে ফুলবাড়ির জটিয়াকালি এলাকায়। সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র। ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়েরা। এক ট্র্যাফিক পুলিশকর্মী প্রাণ বাঁচাতে কাছের এক স্কুলে ঢুকে পড়েন। পরে এনজেপি থানার পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানসারে আক্রান্ত এক রোগীকে হাসপাতালে দেখতে যাচ্ছিলেন এক মহিলা। শিলিগুড়ির চম্পাশরী থেকে ফুলবাড়ির জটিয়াকালির উদ্দেশে স্কুটিতে চেপে রওনা হয়েছিলেন তাঁরা। আচমকাই তাতে ধাক্কা দেয় ট্যাঙ্কারটি। স্কুটির পিছনে বসে থাকা মহিলা পড়ে গেলে তাঁকে পিষে দেয় ট্যাঙ্কারের চাকা। অন্য মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরেই ট্র্যাফিক পুলিশকর্মীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়েরা। তৈরি হয় তীব্র যানজট। এনজেপি থানার পুলিশ সেখানে পৌঁছে লাঠি উঁচিয়ে বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করে। তার পরে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী অভিষেক রায় বলেন, ‘‘এই জায়গাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। বহু বার পুলিশকে এখানে বাড়তি নজর দেওয়ার জন্য জানানো হয়েছে। স্থানীয় স্কুলের তরফেও জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। মঙ্গলবার বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়ে এক ট্র্যাফিক পুলিশকর্মী পালিয়ে গিয়ে স্কুলে আশ্রয় নেন।’’ আর এক প্রত্যক্ষদর্শী আলম বলেন, ‘‘আমি এখানে দাঁড়িয়ে একটি প্রাণ চলে যেতে দেখলাম। চালক বুঝতেই পারলেন না, ট্রাকের পিছনের চাকার নীচে কেউ পড়ে গিয়েছেন।’’

Advertisement

ডিসিপি (পূর্ব) রাকেশ সিংহ বলেন, ‘‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গাড়ি ও গাড়িচালককে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement