বিধানসভায় ডেঙ্গি হাতিয়ার বিরোধীদের

বিরোধীদের অভিযোগ, ডেঙ্গি রাজ্যে মহামারীর আকার ধারণ করেছে। একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে। অথচ রাজ্য সরকার ডেঙ্গির তথ্য গোপন করছে। ওই রোগে আক্রান্তদের চিকিৎসার নথিতে ‘ডেঙ্গি’ না লেখার জন্য হুমকি দেওয়া হচ্ছে চিকিৎসকদের এবং ল্যাবরেটরিগুলিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ০৩:৩০
Share:

প্রতিবাদ: বিধানসভায় বামেদের বিক্ষোভ। ছবি: সুমন বল্লভ।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির আঁচ এ বার পড়তে চলেছে বিধানসভার অন্দরেও। রীতিমাফিক শোকপ্রস্তাব দিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সোমবার। সেই শোকপ্রস্তাবে ডেঙ্গিতে মৃতদের উল্লেখ কেন নেই, তা নিয়ে এ দিনই প্রশ্ন তুলেছে কংগ্রেস, বাম এবং বিজেপি। অধিবেশনের আগামী দিনগুলিতেও ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার প্রশ্নে রাজ্য সরকারকে নাস্তানাবুদ করার পরিকল্পনা করেছে তারা।

Advertisement

বিরোধীদের অভিযোগ, ডেঙ্গি রাজ্যে মহামারীর আকার ধারণ করেছে। একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে। অথচ রাজ্য সরকার ডেঙ্গির তথ্য গোপন করছে। ওই রোগে আক্রান্তদের চিকিৎসার নথিতে ‘ডেঙ্গি’ না লেখার জন্য হুমকি দেওয়া হচ্ছে চিকিৎসকদের এবং ল্যাবরেটরিগুলিকে। ডেঙ্গি নির্ণয়ের রক্ত পরীক্ষার উপযুক্ত পরিকাঠামোও সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নেই। এই পরিস্থিতিতে সরকারকে চেপে ধরতে বিধানসভার চলতি অধিবেশনে ডেঙ্গি নিয়ে বেসরকারি প্রস্তাব আলোচনার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছে কংগ্রেস। পাশাপাশি, ডেঙ্গি নিয়ে মুলতবি প্রস্তাব এবং বেসরকারি প্রস্তাব— দু’রকম আলোচনাই চেয়েছে বামফ্রন্ট।

বিরোধী দলনেতা আব্দুল মান্নান এ দিন বলেন, ‘‘আমরা ডেঙ্গি পরিস্থিতি বিধানসভায় তুলব। চেষ্টা করব বামেদের সঙ্গে মিলে প্রতিবাদ করতে।’’ বাম বিধায়কদের তরফে অশোক ভট্টাচার্যও জানান, তাঁরা কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয় করেই চলবেন। অশোকবাবু আরও বলেন, ‘‘আমরা বিধানসভায় দাবি তুলব, ডেঙ্গিতে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং অসুস্থদের চিকিৎসার খরচ রাজ্য সরকারকে দিতে হবে।’’ অধিবেশনের শুরুতে এ দিন শোকপ্রস্তাবে ডেঙ্গি এবং বন্যায় মৃতদের কথা উল্লেখমাত্র করা হল না কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং আরএসপি বিধায়ক বিশ্বনাথ চৌধুরী। দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশ্ব বাংলা-কাণ্ড নিয়েও চলতি অধিবেশনেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগবে বাম এবং কংগ্রেস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement