State News

সিবিআই তদন্তের নির্দেশ না দিলে স্কুল খুলবে না, ধর্নায় দাড়িভিট

পুজোর পরেই স্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হওয়ার কথা। শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গোলমালের পর থেকে স্কুল বন্ধ থাকায়পরীক্ষার প্রস্তুতি নিয়ে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৮ ১৫:৫৪
Share:

স্কুলের সামনে ধর্নায় নিহত দুই ছাত্রের মা। নিজস্ব চিত্র।

সিআইডি তদন্ত নয়, সিবিআই চাই। যত দিন তা না হচ্ছে, বন্ধ থাকবেদাড়িভিট হাইস্কুল। এমনই দাবিতে ওই স্কুলের সামনে ধর্নায় বসলেন নিহত দুই ছাত্র তাপস বর্মণ এবং রাজেশ সরকারের পরিবার। তাঁদের পাশে দাঁড়িয়েছেন গ্রামবাসীরাও।

Advertisement

সোমবার সকালে স্কুল পরিচালন সমিতির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু স্কুল পরিদর্শক না আসায় সেই বৈঠক ভেস্তে যায়। বেশ কয়েক দিন ধরে দাড়িভিটের শিক্ষকরা স্কুল খোলার দাবি জানিয়ে আসছিলেন।তাপস বর্মণের মা মঞ্জুদেবী বলেন, “সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। আগে তাপস এবং রাজেশের খুনীর শাস্তি চাই। তার পর স্কুল খুলবে।”

পুজোর পরেই স্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হওয়ার কথা। শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গোলমালের পর থেকে স্কুল বন্ধ থাকায়পরীক্ষার প্রস্তুতি নিয়ে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। সামনে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও রয়েছে। এদিনের বৈঠকের পর স্কুল খোলা নিয়ে আশায় ছিল পড়়ুয়া থেকে শিক্ষকরা। বৈঠক ভেস্তে যাওয়ায় এবং নতুন করে আন্দোলন শুরু হওয়ায় স্কুল খোলা নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Advertisement

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: অপহরণ করে ৭ লাখ মুক্তিপণ দাবি! ৪ দিন পর লেকটাউন থেকে পুলিশ উদ্ধার করল অপহৃতদের

গত ২০ সেপ্টেম্বর দাড়িভিট স্কুলে উর্দু ও সংস্কৃতের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছনোর পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাপস-রাজেশের। পায়ে গুলি লাগে বিপ্লব সরকার নামে এক ছাত্রের।

আরও পড়ুন: শিক্ষক মোবাইলে বুঁদ, ছাত্রী শিখছে ‘বৃত্ত গোল গোল’...

এর পরেই ক্ষোভে ফেটে প়ড়ে ইসলামপুরের দাড়িভিট। রাজ্য সরকারের প্রতি ভরসা না দেখিয়ে প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছে ওই গ্রাম। বিজেপি-র তরফ থেকেও একই দাবি তোলা হয়েছে। বামেরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।

রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ।—নিজস্ব চিত্র।

এর মধ্যেই গত সপ্তাহে জেলা পুলিশের হাত থেকে দাড়িভিট তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডি-কে। যদিও নিহতের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন। এ দিন তারা স্কুলের সামনেই ধর্নায় বসেছে। অন্য দিকে এ দিন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ হয় ইসলামপুর থানার সামনে।

(পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেবাংলায় খবরজানতে পড়ুন আমাদেররাজ্যবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন