অন্য বোর্ডের স্কুলে কী হয়, দেখব: শিক্ষামন্ত্রী

অন্য বোর্ড অনুমোদিত স্কুল পরিচালনায় ‘নজর’ রাখতে চাইছে রাজ্য সরকার। সোমবার রাজ্য বিধানসভায় এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০৪:১৬
Share:

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

অন্য বোর্ড অনুমোদিত স্কুল পরিচালনায় ‘নজর’ রাখতে চাইছে রাজ্য সরকার। সোমবার রাজ্য বিধানসভায় এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

সোমবার বিধানসভার প্রশ্নোত্তরপর্বে সরকারি স্কুল নিয়ে একাধিক অভিযোগ তোলেন বিরোধীরা। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সঙ্গে সরকারি স্কুলের তুলনায় টেনে প্রশ্ন করেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। প্রশ্নের সূত্রেই শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বিভিন্ন বোর্ডের অনুমোদন নিয়ে রাজ্যে প্রচুর স্কুল চলে। রাজ্য সরকারের কাছ থেকে তাদের এনওসি ( নো অবজেকশন সার্টিফিকেট) নেওয়ার কথা অনেকে নেন না।’’ এ ব্যাপারে শিক্ষা দফতর যে কড়া অবস্থান নেবে তা জানিয়ে পার্থবাবু বলেন, ‘‘শুধু এনওসি দিলেই হবে না। এই স্কুলগুলিতে কী হয়, তা-ও দেখতে হবে।’’

প্রসঙ্গত, সঙ্ঘ পরিবার পরিচালিত স্কুলে পরিচালনা নিয়ে সম্প্রতি নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নির্দিষ্ট করে উল্লেখ না করলেও শিক্ষামন্ত্রীর এদিনের বক্তৃতার পরে তা আরও বড় প্রেক্ষিতে চর্চায় এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement