West Bengal School Recruitment Case

শিক্ষক-প্রশ্নে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকে চিঠি শুভঙ্করের

শিক্ষা ক্ষেত্রের চলমান ‘সঙ্কটে’র সমাধানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রদেশ সভাপতি। পাশাপাশি, বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের উপরে ‘পুলিশি হামলা’র যে অভিযোগ উঠেছিল, সে কথা স্মরণ করিয়ে দিয়ে শুভঙ্করের অভিযোগ, ‘নির্দোষদের দুর্দশা নিয়ে রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ০৮:৪৬
Share:

—ফাইল চিত্র।

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে চাকিরহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘যোগ্য’ ও ‘অযোগ্যে’র তালিকা রাজ্য সরকার কেন আলাদা করেনি, এই প্রশ্নে বিরোধী দল-সহ সংশ্লিষ্ট নানা পক্ষ প্রথম থেকেই সরব। এই পরিস্থিতিতে ওই তালিকা প্রকাশ-সহ চার দফা দাবিকে সামনে রেখে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শিক্ষা ক্ষেত্রের চলমান ‘সঙ্কটে’র সমাধানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রদেশ সভাপতি। পাশাপাশি, বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের উপরে ‘পুলিশি হামলা’র যে অভিযোগ উঠেছিল, সে কথা স্মরণ করিয়ে দিয়ে শুভঙ্করের অভিযোগ, ‘নির্দোষদের দুর্দশা নিয়ে রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন।’ নিয়োগ-দুর্নীতিকে ফের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বোস ও মমতার কাছে শুভঙ্কর সিবিআই এবং ফরেন্সিক রেকর্ডের ভিত্তিতে ‘যোগ্য-অযোগ্য’দের তালিকা আলাদা করার দাবি জানিয়েছেন। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার সূত্র ধরেই আগামী দিনে নিয়োগ-প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং জালিয়াতিমুক্ত হয়, সে বিষয়েও দাবি জানিয়েছেন প্রদেশ সভাপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন