ঝড় মরলেই জাঁকিয়ে শীত পড়বে গাঙ্গেয় বঙ্গে, পূর্বাভাস আলিপুরের

মৌসম ভবন জানিয়েছে, পেতাই এ দিন অন্ধ্র উপকূলের যানম নামে একটি এলাকার কাছ দিয়ে স্থলভূমিতে ঢোকে। প্রচণ্ড ঝড়বৃষ্টির পরে তার শক্তি কমেছে অনেকটাই। সুগভীর নিম্নচাপের চেহারা নিয়েছে সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০৪:০৪
Share:

মেঘাচ্ছন্ন :কুয়াশামাখা দিগন্ত।

মেঘলা আকাশ। ঝিরঝিরে বৃষ্টি। উপরি পাওনা শিরশিরে ঠান্ডা হাওয়া। সব মিলিয়ে সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশ জুড়ে ‘অন্য’ শীতের দাপট। সৌজন্যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝ়়ড় ‘পেতাই’। আজ, মঙ্গলবারেও কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাংশে আকাশ মেঘলা থাকবে। এবং চলবে এমন শীত-শীত আবহাওয়াই।

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, পেতাই এ দিন অন্ধ্র উপকূলের যানম নামে একটি এলাকার কাছ দিয়ে স্থলভূমিতে ঢোকে। প্রচণ্ড ঝড়বৃষ্টির পরে তার শক্তি কমেছে অনেকটাই। সুগভীর নিম্নচাপের চেহারা নিয়েছে সে। অন্ধ্র প্রশাসন জানিয়েছে, ঝড়বৃষ্টিতে পূর্ব গোদাবরী জেলায় অসংখ্য গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। মাটির টিলা ধসে আর দুর্গা রাও (২৮) নামে এক যুবকের মৃত্যু হয় বিজয়ওয়াড়ায়। আবহবিদেরা জানান, সন্ধ্যায় স্থলভূমি থেকে ফের কিছুটা সাগরের দিকে সরে গিয়েছে পেতাই। গভীর রাতে আবার তার স্থলভূমিতে ঢোকার কথা।
আলিপুর আবহাওয়া দফতরের খবর, পেতাইয়ের প্রভাবে এ দিন গাঙ্গেয় বঙ্গে মেঘের পরিমাণ আরও বেড়েছে। তাই স্যাঁতসেঁতে ঠান্ডা পড়েছে এবং ঝিরঝিরে বৃষ্টি হয়েছে দিনভর। আবহবিদেরা বলছেন, ফের স্থলভূমিতে ঢুকে শুকনো হাওয়া গিলে দ্রুত শক্তি খোয়াবে পেতাই। কাল, বুধবার থেকেই বদলাবে আবহাওয়া। তার পরে জোরালো ঠান্ডার ইনিংস দেখা যেতে পারে গাঙ্গেয় বঙ্গে।

আরও পড়ুন: তাপমাত্রা কমতেই বাড়ছে নানা রোগ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement