Felicitation

আমপান ও করোনা সঙ্কটে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের সংবর্ধনা দেওয়া হল মধ্যমগ্রামে

মধ্যমগ্রাম টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকুমার মণ্ডলের উদ্যোগে বুধবার এই সংবর্ধনা দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২০ ২২:৪৭
Share:

সুকুমার মণ্ডলের উদ্যোগে সংবর্ধনা। নিজস্ব চিত্র

পুলিশ, দমকল বিদ্যুৎবিভাগ-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাঁরা করোনা এবং আমপানের (প্রকৃত উচ্চারণ উম পুন) মাঝে নিরন্তর কাজ করে চলেছেন, তাঁদের জন্য সংবর্ধনার আয়োজন হল মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকুমার মণ্ডলের উদ্যোগে বুধবার এই সংবর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরেরও।

Advertisement

তবে তৃণমূলের ব্যানারে নয় সুকুমারের নিয়ন্ত্রণাধীন একটি অসরকারি সংস্থার ব্যানারে অনুষ্ঠান হল। সহযোগিতায় ছিল স্থানীয় ক্লাব নগজাগরণ সঙ্ঘ। এ দিন ওই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় মধ্যমগ্রামের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি অরবিন্দ মিত্রকেও। মধ্যমগ্রাম পুরসভার কাউন্সিলর অরবিন্দ। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন তিনি।

আগামী দিনে মধ্যমগ্রামে এ ভাবে আরও মানুষকে সম্মান জানানো হবে বলে জানান সুকুমার মণ্ডল।

Advertisement

আরও পড়ুন: ভোট বড় বালাই, বিধান রায়ই পথ, বললেন সোমেন, মানলেন সুজন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন