Ilish

‘ইলিশ চোর’! খোকা ইলিশের গাড়ি আটকে বিক্ষোভের মুখে পুলিশ, ডায়মন্ড হারবারে উত্তেজনা

ইলিশের গাড়ি আটকে বিক্ষোভের মুখে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের মাছের আড়তে ঘটনাটি ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯
Share:

খোকা ইলিশ। —ফাইল চিত্র।

ইলিশের গাড়ি আটকে বিক্ষোভের মুখে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের মাছের আড়তে ঘটনাটি ঘটেছে। পুলিশকে ‘ইলিশ চোর’ বলেও কটাক্ষ করলেন বিক্ষোভকারীদের কেউ কেউ। শেষমেশ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের নেপালগঞ্জের এক ব্যবসায়ী নগেন্দ্রবাজার থেকে কয়েক কেজি ইলিশ কিনে ফিরছিলেন। মগরাহাট থানায় নাকা চেকিংয়ে ধরা পড়ে সেই গাড়ি। তল্লাশিতে মেলে ২৪০ কেজি খোকা ইলিশ (ওজন ৩০০ গ্রামেরও কম)। তার মধ্যে ২৫০ গ্রামেরও মাছ ছিল।

পুলিশ গাড়িটি আটক করে। এর পর সেটি নিলামের জন্য নিয়ে যাওয়া হয় নগেন্দ্র বাজারে। সেখানে ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার বিশপ সরকার জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement