গাড়ি তল্লাশির সময়ে পুলিশকর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার হল দু’জন। সোমবার বর্ধমানের কুলটিতে ওই গাড়ি থেকে গাঁজা ও মদ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, এ দিন নিয়ামতপুরে জিটি রোডে গাড়ি থামিয়ে তল্লাশি করছিলেন এক সাব-ইনস্পেক্টর। বিহারের নম্বরপ্লেট লাগানো একটি গাড়ি আটকে চালকের কাছে নথি দেখতে চান তিনি। অভিযোগ, তখনই গাড়ি থেকে নেমে দু’জন তাঁকে মারধর করে। পুলিশ জানায়, ধৃতেরা বিহারের গয়ার বাসিন্দা।