casual workers'

ক্যাজ়ুয়াল কর্মচারীদের মিছিলে লাঠি, গ্রেফতার

সংগঠনের রাজ্য সম্পাদক শেখ হানিফ, কলকাতা জেলার সম্পাদক অভিজিৎ মজুমদার-সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ০৪:৪৯
Share:

প্রতীকী ছবি।

কলকাতায় প্রতিবাদী অবস্থান করতে গিয়ে পুলিশের লাঠি ও গ্রেফতারের মুখে পড়তে হল কলেজের ক্যাজ়ুয়াল কর্মচারীদের। বেতন কাঠামো ও চাকরির ন্যূনতম নিশ্চয়তা সংক্রান্ত সরকারি নির্দেশিকা তাঁদের জন্যও কার্যকর হোক, ওই দাবিতে এক মাস ধরে জেলায় জেলায় অনশন-অস্থান চালাচ্ছেন ক্যাজ়ুয়াল কর্মচারীরা। সেই আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজের সামনে জমায়েত করে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজ়ুয়াল কর্মচারী সমিতি মিছিল করে হাজরা মোড়ের দিকে যেতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। মিছিলে লাঠি চালানো হয় বলে অভিযোগ। সংগঠনের রাজ্য সম্পাদক শেখ হানিফ, কলকাতা জেলার সম্পাদক অভিজিৎ মজুমদার-সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য প্রমুখ। মান্নান বলেন, ‘‘শান্তিপূর্ণ অবস্থান করতে যাওয়ার পরে ক্যাজ়ুয়াল কর্মচারীদের উপরে পুলিশ আক্রমণ করছে। হিটলারের কায়দায় চলছে এই সরকার! শেষের দিন ঘনিয়ে এসেছে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement