Abhijit Mukherjee Join Congress

মমতা ছেড়ে প্রণব-পুত্রের কংগ্রেসে প্রত্যাবর্তন! পরের বিধানসভা ভোটে অভিজিৎ প্রার্থী? জল্পনা শুরু কংগ্রেসে

তৃণমূলে যোগ দিলেও অভিজিৎকে গত তিন-চার বছর সেই ভাবে সক্রিয় রাজনীতি করতে দেখা যায়নি। এত দিন কিছুটা অন্তরালেই ছিলেন প্রণব-পুত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৮
Share:

অভিজিৎ মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

তিনি যে আবার পুরনো দলে ফিরছেন তা একপ্রকার নিশ্চিতই ছিল। সেইমতো কংগ্রেসে যোগ দিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার কলকাতায় কংগ্রেসর সদর দফতর বিধান ভবনে যোগদান পর্বের আয়োজন করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, কংগ্রেসে ফিরলেও তিনি আবার সক্রিয় রাজনীতি করবেন? সূত্রের খবর, ২০২৬ সালে বাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাঁকে প্রার্থী করতে পারে।

Advertisement

২০১২ সালে প্রণবের ছেড়ে যাওয়া জঙ্গিপুর থেকে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলনে অভিজিৎ। জেতেনও। ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও জয় পান তিনি। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের খলিলুর রহমানের কাছে হেরে যান। তার পর থেকেই কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব শুরু। ২০২১ সালের বিধানসভা ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পরই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রণব-পুত্র।

তৃণমূলে যোগ দিলেও অভিজিৎকে গত তিন-চার বছর সেই ভাবে সক্রিয় রাজনীতি করতে দেখা যায়নি। এত দিন কিছুটা অন্তরালেই ছিলেন প্রণব-পুত্র। ২০২৪ সালেও এক বার শোনা গিয়েছিল, তিনি কংগ্রেসে ফিরছেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে দিন কয়েক ধরেই আবার নতুন করে অভিজিতের কংগ্রেসে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়। দিল্লি কংগ্রেসের তরফে সেই বার্তা প্রদেশ কংগ্রেস দফতরে পৌঁছতেই অভিজিতের যোগদানের প্রস্তুতি শুরু হয়। বুধবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরের উপস্থিতিতে পুরনো দলে ফিরলেন প্রণব-পুত্র। যোগদানের অনুষ্ঠানে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ অন্যান্য নেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement