List of Holidays

বাজল ছুটির ঘণ্টা, আগামী বছরের তালিকা প্রকাশ, বাড়তি আনন্দ মিলবে পুজো আর ভাইফোঁটায়

পরের বছর কিছু ছুটি রয়েছে, যা সকল রাজ্য সরকারি কর্মী পাবেন না। ৮ এপ্রিল ইস্টার স্যাটারডে’র ছুটি পাবেন খ্রিস্টানরা। ৩০ জুন হুলদিবসের ছুটি পাবেন আদিবাসীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ১৯:০৩
Share:

অক্টোবরেই পরের বছরের ছুটির তালিকা ঘোষণা করল নবান্ন। —ফাইল চিত্র।

দুর্গাপুজোর রেশ এখনও কাটেনি। এর মধ্যেই পরের বছরের ছুটির তালিকা ঘোষণা করে দিল নবান্ন। ২০২৩ সালে রাজ্য সরকারের কর্মীরা কত দিন ছুটি পাবেন, ২১ অক্টোবর, শুক্রবার সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। তালিকা মেনে বেশ কিছু বাড়তি ছুটিও পাবেন রাজ্য সরকারের কর্মীরা। পুজো, ভাইফোঁটায় বাড়তি ছুটি রয়েছে। সরস্বতী পুজোর আগেরও দিনও থাকছে ছুটি।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট (এনআই) আইনের ২৫ নম্বর ধারা মেনে পরের বছরের ছুটির তালিকা ঘোষণা করা হল। রাজ্য সরকারের অধীনে থাকা সব দফতরেই এই তালিকা মেনে ছুটি হবে। এক মাত্র কলকাতায় কালেকটরের দফতর এবং রেজিস্ট্রারের দফতরে এই তালিকা মেনে ছুটি হবে না।

তালিকা মেনে জানুয়ারি মাসের ১২ তারিখ বিবেকানন্দের জন্মদিন, ২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী, ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকবে সরকারি দফর। পরের বছর সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি। এর পর মার্চের ৭ তারিখ দোলযাত্রা উপলক্ষে ছুটি। এপ্রিলে ছুটি রয়েছে পাঁচ দিন। ৭ এপ্রিল গুড ফ্রাইডে, ১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তী, ১৫ এপ্রিল নববর্ষ, ২২ এপ্রিল ইদ-উল-ফিতর।

Advertisement

মে মাসে তিন দিন ছুটি থাকবে রাজ্য সরকারি দফতরে। ১, ৫ এবং ৯ তারিখ রয়েছে যথাক্রমে মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শ্রমিক দিবস। জুন, জুলাই, অগস্টে এক দিন করে ছুটি। ২৯ জুন বকরি ইদ, ২৯ জুলাই মহরমের ছুটি। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। ১৪ অক্টোবর মহালয়ার ছুটি। দুর্গাপুজোর ছুটি থাকবে ২১, ২৩, ২৪ অক্টোবর। ২২ অক্টোবর, অষ্টমী রবিবার। ২৮ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটি। ১৫ নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া, ২৭ নভেম্বর গুরু নানকের জন্মদিবস উপলক্ষে ছুটি। ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটি।

এ ছাড়াও রাজ্য সরকারের নির্দেশে ২০২৩ সালে কিছু বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মীরা। সরস্বতী পুজোর আগের দিন ২৫ জানুয়ারি থাকবে ছুটি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকবে। শিবরাত্রি, দোলের পরের দিন, ইদের আগের দিন, রথযাত্রা, রাখী, জন্মাষ্টমী, ফতেয়া দোয়াজে থাকছে ছুটি। কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ১৩ জুলাই দার্জিলিং, কালিম্পং জেলায় ছুটি থাকবে।

দুর্গাপুজোয় ১৮ অক্টোবর চতুর্থী থেকে ছুটি থাকবে সরকারি দফতর। দশমীর পরেও পুজোর ছুটি শেষ হচ্ছে না। ২০২৩ সালের ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত ছুটি থাকবে সরকারি দফতরে। ১২ নভেম্বর কালীপুজো। সেই দিন রবিবার। কালীপুজো উপলক্ষে তাই অতিরিক্ত ছুটি থাকছে ১৩ এবং ১৪ নভেম্বর। ১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ছুটি। ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন ১৬ নভেম্বরও থাকছে ছুটি। ছটপুজো ১৯ নভেম্বর। সেদিন রবিবার হওয়াতে ছুটি থাকবে পরের দিন, ২০ নভেম্বর।

এ ছাড়া কিছু ছুটি রয়েছে, যা সকল রাজ্য সরকারি কর্মী পাবেন না। ৮ এপ্রিল ইস্টার স্যাটারডে’র ছুটি পাবেন খ্রিস্টানরা। ৩০ জুন হুলদিবসের ছুটি পাবেন আদিবাসীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন