মারধরে জখম ছাত্র, অভিযোগ

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে পুলিশ বা স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত কোনও অভিযোগ দেওয়া হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০১:০৮
Share:

প্রতীকী ছবি।

সিউড়ির একটি সরকার পোষিত স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অভিভাবকদের অভিযোগ, শহরের একটি সরকার পোষিত স্কুলের ওই ছাত্রকে মারধর করেছেন স্কুলেরই এক শিক্ষক। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে পুলিশ বা স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত কোনও অভিযোগ দেওয়া হয়নি।

Advertisement

ওই ছাত্রের বাবা। তিনি জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবেন। স্কুল ও ওই ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, সিউড়ির অন্যতম নামী ও পুরনো ওই স্কুলে এখন বার্ষিক পরীক্ষা চলছে। সিউড়ি সোনাতোড়পাড়ার বাসিন্দা ওই ছাত্রের মঙ্গলবার ইংরেজি পরীক্ষা ছিল। অভিযোগ, পরীক্ষার সময়েই কোনও কারণে স্কুলের এক শিক্ষক তাকে মারধর করেন। ছাত্রের কানে আঘাত লাগে।

সিউড়ির একটি হোটেলের কর্মী ওই ছাত্রের বাবার অভিযোগ, ‘‘ছেলেকে মারধর করার পরেও কোনও চিকিৎসা না করে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে ছেলে সব কথা জানায়। ওর কানে রক্ত ছিল। সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে স্কুলে যাই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুধবার লিখিত অভিযোগ দিতে বলেছেন।’’ ওই অভিভাবকের ক্ষোভ, ‘‘ছেলেকে স্কুল পাঠানো কি এ ভাবে মারধর খাওয়ার জন্য? আমি পুলিশেও অভিযোগ দায়ের করব।’’ জেলা হাসপাতাল সূত্রের খবর, পড়ুয়ার অবস্থা স্থিতিশীল।

Advertisement

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেছেন, ‘‘ওই পড়ুয়াকে নিয়ে এ দিন বিকেলে অভিভাবক আমার কাছে আসার পরেই বিষয়টি জানতে পারি। কিন্তু ততক্ষণে স্কুল ছুটির সময় হয়ে এসেছে। যে শিক্ষকের বিরুদ্ধে ওই অভিভাবক অভিযোগ জানাতে এসেছিলেন, তিনিও বাড়ি চলে গিয়েছিলেন।

আমি বলেছি, লিখিত ভাবে অভিযোগ পেলে স্কুলের স্টাফ কাউন্সিলের সঙ্গে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন