Anubrata Mandal

Anubrata Mandal and Anupam Hazra: রাজীবকে দলে স্বাগত জানালেন কেষ্ট, অনুপম বললেন, পাপ বিদায় হওয়াই ভাল

রবিবার আগরতলায় তৃণমূলে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে অনুব্রত বলছেন, ‘‘ভালো করেছে। শুভ বুদ্ধি হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৭:১৮
Share:

অনুব্রত মণ্ডল ও অনুপম হাজরা। ফাইল চিত্র

রাজীব বন্দ্যোপাধ্যায় দলে ফিরে আসায় খুশি তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। রাজীবের ‘শুভবুদ্ধি’ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি-র অন্যতম সর্ব ভারতীয় সম্পাদক অনুপম হাজরা। সখেদে তাঁর মন্তব্য, ‘‘পাপ যত তাড়াতাড়ি বিদায় হয়, ততই ভাল।’’
রবিবার আগরতলায় তৃণমূলে যোগ দেন রাজীব। তা নিয়ে অনুব্রত বলছেন, ‘‘ভালো করেছে। শুভ বুদ্ধি হয়েছে।’’ ভোটের আগে রাজীবের বিজেপি-তে যাওয়া নিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির মত, ‘‘রাজনীতিতে অনেক কিছু হয়। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দু’পা এগিয়ে গিয়ে দশ পা পিছনো যায় রাজনীতিতে। তাঁর কথায়, ‘‘ও ভাল ছেলে। আমি মিটিংয়ে গেলে ও আমাকে ভাল বলে। আমিও বলি।’’

Advertisement

বিজেপি-র রাজীব-বিচ্ছেদ নিয়ে অবশ্য ক্ষুব্ধ এক সময় তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া অনুপম। রাজীবের দলত্যাগ নিয়ে ক্ষোভের সুরে তিনি বলছেন, ‘‘এটা জানাই ছিল। নতুন কিছু নয়। উনি এত দিন ধরে এন্ট্রি পাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গে ওঁর এন্ট্রি বন্ধ হল। তাই ত্রিপুরা যেতে হল ওঁকে। ওঁকে এত দিন বিজেপি-তে যে আদরযত্ন করা হল, সে জন্য খারাপ লাগছে। নিচুতলার কর্মীরা বিরক্ত, বীতশ্রদ্ধ। ২ মে-র পর ২৪ ঘণ্টা না কাটতেই ওঁর মায়ের কথা মনে পড়ে যায়। বিধানসভা থেকে যখন বার হন, তখন কান্নাকাটি করেন। তাঁকে জামাই আদর করে দলে রাখা হয়েছিল। পাপ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভাল।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন