Anubrata Mondal

মমতার জন্য যজ্ঞ করার দরকার নেই, উনি এক লক্ষ ভোটে জিতবেন, মত কেষ্টর

বৃহস্পতিবার দুপুরে অনুব্রত পৌঁছন নলাটেশ্বরী মন্দিরে। সেখানে পুজো দেন তিনি। এর পর মন্দিরের সামনে নাটমন্দিরে যজ্ঞও করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:১২
Share:

অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে নিশ্চিত কেষ্ট। বৃহস্পতিবার নলাটেশ্বরী মন্দির এবং তারাপীঠে পুজো দেন জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে ভবানীপুর আসনে মমতার জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে অনুব্রতর গলায়। পাশাপাশি, বিজেপি-র রাজ্য সভাপতি বদল নিয়েও তিনি কটাক্ষ করেছেন পদ্মশিবিরকে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে অনুব্রত পৌঁছন নলাটেশ্বরী মন্দিরে। সেখানে পুজো দেন তিনি। এর পর মন্দিরের সামনে নাটমন্দিরে যজ্ঞও করেন। নলাটেশ্বরী মন্দির থেকে বেরিয়ে বিকেলে তারাপীঠ মন্দিরে পৌঁছন অনুব্রত মন্ডল । সেখানেও আর এক দফা পুজো এবং যজ্ঞ করেন তিনি। সামনেই ভবানীপুরে উপনির্বাচন। সেই ভোটকে সামনে রেখেই কি অনুব্রত-র এই পুজো এবং যজ্ঞ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ‘‘আজ যজ্ঞ করলাম। প্রতি বছরই করি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যজ্ঞ করার প্রয়োজন নেই। ওখানে উনি এক লক্ষ ভোটে জিতবেন। যা বলার মাকে বলেছি। ওটা আমাদের ভেতরের ব্যাপার। মা রাজি হয়ে গিয়েছেন।’’ ঘটনাচক্রে অনুব্রতর গলায় বৃহস্পতিবার যে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে তা শোনা গিয়েছিল রাজ্যে বিধানসভা ভোটের আগেও। তার উল্লেখ করে অনুব্রত বলেন, ‘‘কঙ্কালীতলায় পুজো করে বলেছিলাম, ২২০ থেকে ২৩০টি আসন পাব।’’

নলাটেশ্বরী মন্দিরে অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র।

দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্যের বিজেপি-র সভাপতি করা হয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে অনুব্রতর সংক্ষিপ্ত জবাব, ‘‘ভেড়া ছিল, ছাগল এসেছে। আগেরটা ভেড়া, এটা ছাগল।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন