Purulia

বিজেপির পঞ্চায়েত সদস্যের দেহ উদ্ধার রেললাইনে, দুর্ঘটনা না খুন! পুরুলিয়ায় তদন্তে পুলিশ

মৃতের নাম বাণেশ্বর হেমব্রম (২৯)। দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে জিআরপি (রেল পুলিশ)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৩
Share:

বিজেপির এক পঞ্চায়েত সদস্যের দেহ উদ্ধার। প্রতীকী ছবি।

রেললাইন থেকে উদ্ধার হল বিজেপির এক পঞ্চায়েত সদস্যের দেহ। মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়ার বলরামপুর থানার উরমা স্টেশনের অদূরে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম বাণেশ্বর হেমব্রম (২৯)। দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে জিআরপি (রেল পুলিশ)। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বাণেশ্বর ঘাটবেড়া কেরুয়া পঞ্চায়েতে বিজেপির সদস্য ছিলেন। প্রায় ২৪ ঘণ্টা ধরে তাঁর খোঁজ মিলছিল না। তার পর রেললাইনে কাজ করার সময় এক রেলকর্মী বাণেশ্বরের দেহ উদ্ধার করেন। তিনিই খবর দেন স্টেশন মাস্টারকে। তার পরেই পুরুলিয়ার রেল পুলিশ দেহটি উদ্ধার করে। বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রেল পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। রেল পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক বাণেশ্বর মাহাতো। তিনি বলেন, ‘‘যুবক এক দিন আগে থেকে নিখোঁজ ছিলেন। এটা কোনও দুর্ঘটনা না আত্মহত্যা না কি খুন, তা জানার জন্য পুলিশকে যথাযথ তদন্ত করতে বলব।’’ সিবিআই তদন্তের দাবিও জানান বাণেশ্বর। দলীয় নেতার মৃত্যুকে ‘রাজনৈতিক খুন’ বলে দাবি করেছেন পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা। তিনি বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদল আবার রক্তের রাজনীতি শুরু করেছে। এর আগেও এই বলরামপুরে খুনের রাজনীতি শুরু হয়েছিল। আমাদের সন্দেহ, এটি রাজনৈতিক খুন। উচ্চ পর্যায়ের তদন্ত হোক।’’

তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া পাল্টা বলেন, ‘‘দুঃখজনক ঘটনা। তবে প্রাথমিক ভাবে পুলিশের ও স্থানীয়দের কাছে থেকে যা জানা গিয়েছে, তাতে এটি একটি পারিবারিক বিবাদের ঘটনা বলেই মনে হচ্ছে।। পুলিশ ঘটনার তদন্ত করছে। অবশ্যই সত্য বেরিয়ে আসবে। বিজেপি অযথা এটা নিয়ে রাজনীতি করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন