Bogtui

বগটুইকাণ্ডে তিন জনের নামে জারি হল হুলিয়া, বীরভূমের গ্রামে নোটিস সাঁটিয়ে গেল সিবিআই

স্থানীয় সূত্রে খবর, শনিবার বগটুইতে গিয়ে নোটিস সাঁটিয়ে দিয়ে যান সিবিআইয়ের লোকজন। তাতে তিন অভিযুক্তের নাম রয়েছে— রোহন শেখ, মারফত শেখ এবং খুশিল শেখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বগটুই (রামপুরহাট) শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১৯:০৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

বগটুইকাণ্ডে তিন অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার জন্য হুলিয়া জারি করল সিবিআই। তিন জনের নাম দিয়ে বীরভূমের বগটুই গ্রামে নোটিস সাঁটিয়ে দিয়ে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার বগটুইতে গিয়ে নোটিস সাঁটিয়ে দিয়ে যান সিবিআইয়ের লোকজন। তাতে তিন অভিযুক্তের নাম রয়েছে— রোহন শেখ, মারফত শেখ এবং খুশিল শেখ। এঁদের মধ্যে রোহন বগটুইকাণ্ডে ধৃত এবং সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হওয়া লালন শেখের ছেলে। মারফত শেখ বগটুইয়ের ঘটনার দিন নিহত ভাদু শেখের বাবা। ওই নোটিসে জানানো হয়েছে, আগামী ৩০ জানুয়ারি রামপুরহাট মহকুমা আদালতের এসিজেএমের এজলাসে তিন জনকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হল।

২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমার আঘাত এবং গুলি লেগে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ। তার অব্যবহিত পর সেই রাতেই অশান্ত হয়ে ওঠে গোটা বগটুই গ্রাম। গ্রামের বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শিশু এবং মহিলা-সহ ১০ জনের মৃত্যু হয়। ঘটনার পর বীরভূমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সরকারের তরফে সাহায্য প্রদান করা হয়। ঘটনাক্রমে বগটুইকাণ্ড নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। এর পর আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ঘটনার তদন্ত শুরু করে সিবিআই।

Advertisement

বগটুই মামলার তদন্ত করতে গিয়ে অন্যান্য অভিযুক্তের সঙ্গে নোটিসে উদ্ধৃত তিন জনের নাম উঠে আসে। ওই তিন জনকে আদালতে হাজির হওয়ার জন্য হুলিয়া জারি করল সিবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন