Subhash sarkar

Subhas Sarkar: কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস, বিজেপির সুভাষের বক্তব্যে বিতর্ক

বাঁকুড়া শহর লাগোয়া পুয়াবাগান এলাকায় বিজেপির একটি দলীয় সভায় সুভাষ পশ্চিবঙ্গের পরিস্থিতির সঙ্গে কাশ্মীরের তুলনা টানেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৬:৩৮
Share:

সুভাষ সরকারের মন্তব্য ঘরে বিতর্ক। নিজস্ব চিত্র

কাশ্মীরের মতো পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়েও তৈরি হবে ‘পশ্চিমবঙ্গ ফাইলস’। বাঁকুড়ায় একটি দলীয় সভায় এমন বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কড়া ভাষায় এর সমালোচনা করেছে তৃণমূল।রবিবার সন্ধ্যায় বাঁকুড়া শহর লাগোয়া পুয়াবাগান এলাকায় বিজেপির একটি দলীয় সভায় সুভাষ পশ্চিবঙ্গের পরিস্থিতির সঙ্গে কাশ্মীরের তুলনা টানেন। সেই সূত্রেই টেনে আনেন সম্প্রতি মুক্তি পাওয়া পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘কাশ্মীর ফাইলস’-এর প্রসঙ্গ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘‘তৃণমূল তৃণমূলকে মারছে। জ্যান্ত পুড়িয়ে মারছে। আর তার তদন্ত করছে সিবিআই। এটাই হচ্ছে পরিস্থিতি।’’

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সুভাষ বলেন, ‘‘আপনি যতই জেলায় জেলায় ভ্রমণ করুন, আপনার ঘরে আগুন লেগে গিয়েছে। যে আগুনে আপন দাউদাউ করে জ্বলছেন।’’

এই সূত্রেই দলীয় কর্মীদের প্রতি সুভাষের বার্তা, ‘‘আমাদের নিত্য লড়াই করতে হবে। সব চায়ের দোকানে তৃণমূলের কলঙ্কের কথা বলুন। আর বলুন, যেমন কাশ্মীর ফাইলস আজকে হয়েছে তেমন পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। তাতে দেখতে পাওয়া যাবে মানুষকে কী ভাবে খুন করে গলায় দড়ি দিয়ে কখনও গাছে ঝুলিয়েছে, কখনও হাইটেনশন তারে ঝুলিয়েছে।’’

Advertisement

পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ব্যাখ্যা দেন, ‘‘কেউ ভাবেনি কাশ্মীরে পণ্ডিতদের এ ভাবে হত্যা করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ইতিহাস কখনও চাপা থাকে না। তা এক দিন উন্মুক্ত হবেই। এ রাজ্যে যে ভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে তা এক দিন কাশ্মীর ফাইলসের মতো পশ্চিমবঙ্গ ফাইলস রূপে মানুষের সামনে বেরিয়ে আসবে।’’

১৯৯০ নাগাদ জম্মু-কাশ্মীর থেকে বিতাড়িত হন বহু কাশ্মীরি পণ্ডিত। সেই ঘটনা নিয়ে বিবেকের তৈরি করা ছবি ‘কাশ্মীর ফাইলস’। কাশ্মীরের সেই পরিস্থিতির সঙ্গে এ রাজ্যের হাল আমলের তুলনা করায় ক্ষুব্ধ জোড়াফুল শিবির। বিতর্কিত ওই মন্তব্য নিয়ে সুভাষকে রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির পাল্টা প্রশ্ন, ‘‘এ রাজ্যে এমন কী হয়েছে যে পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে?’’ জ্যোৎস্নার দাবি, ‘‘ একের পর এক নির্বাচনে ভরাডুবি হওয়ায় বিজেপি পায়ের তলার মাটি খুঁজে না পেয়ে এখন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন