Coronavirus

বিক্ষিপ্ত অশান্তি রেশনে

‘পশ্চিমবঙ্গ এমআর ডিলার অ্যাসোসিয়েশন’-এর জেলা সম্পাদক গুরুপদ ধক জানান, নিয়ম মেনেই রেশন দেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ০৩:৪৩
Share:

সামাজিক দূরত্ব বজায় রেখে বড়জোড়ায় রেশন বিলি। নিজস্ব চিত্র

দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর ছাড়া বৃহস্পতিবার বাঁকুড়া জেলা জুড়ে মোটের উপরে সতর্কতা আর নিয়ম মেনেই রেশন বিলি হয়েছে। বড়জোড়ার প্রায় সব দোকানেই গ্রাহকেরা সামাজিক দূরত্ব বাজায় রেখে রেশন নিয়েছেন। অনেক জায়গায় ছিল ‘স্যানিটাইজ়ার’। তবে সরকরের ঘোষণা করা পরিমাণের থেকে কম খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে বলে এ দিন অভিযোগ করেন স্থানীয় সিপিএম নেতা সুজয় চৌধুরী। জয়পুরের রাজগ্রামেও গ্রাহকেরা এই নিয়ে অভিযোগ তুলেছিলেন। প্রশাসন জানিয়েছে, বকেয়া রেশন পরে দিয়ে দেওয়া হবে বলে।

Advertisement

‘পশ্চিমবঙ্গ এমআর ডিলার অ্যাসোসিয়েশন’-এর জেলা সম্পাদক গুরুপদ ধক জানান, নিয়ম মেনেই রেশন দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘‘কিছু জায়গায় কম রেশন দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। গ্রাহকদের ডিলারেরাই বুঝিয়ে সমস্যা মেটান। এখনও পর্যন্ত জেলায় পর্যাপ্ত রেশন আসেনি।’’

এ দিন সকালে ইঁদপুর ব্লকের চাকলতোড় এবং ব্রাহ্মণডিহা অঞ্চলের ফুলকুসমা গ্রামের রেশন দোকানে বিক্ষোভ দেখান কিছু গ্রাহক। ফুলকুসমা গ্রামের অর্ধেন্দুশেখর কর বলেন, ‘‘২০০ গ্রাম করে চাল কম দেওয়ায় আমরা রেশন নিইনি। এই মর্মে সরকারি নোটিস ঝোলাতে বলা হয়েছে রেশন ডিলারকে।’’ অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) সীমা হালদার বলেন, ‘‘নিয়ম মেনে রেশন বিলি হচ্ছে। সবাই সরকার-নির্ধারিত পরিমাণে জিনিস পাবেন। দুশ্চিন্তার কোনও কারণ নেই।’’

Advertisement

পাত্রসায়র ও ইন্দাসে শান্তিপূর্ণ ভাবে রেশন বিলি হয়েছে। খাতড়ার প্রতিটি রেশন দোকানের সামনে দু’জন করে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তপন মুখোপাধ্যায়েরা বলেন, ‘‘এক সিভিক ভলান্টিয়ার গ্রাহকদের দূরে দূরে দাঁড় করাচ্ছিলেন। রেশন দেওয়ার জায়গা সামলাচ্ছিলেন অন্য জন। এতে অনেকসুবিধা হয়েছে।’’

অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন