হাতির তাণ্ডব

বন দফতর সূত্রে খবর, ১৫টি হাতির ওই দলটি গত রাতে বাঘমুণ্ডি রেঞ্জের কালমাটি বিটের কুশি, পোগরোডি ও বুরুডি মৌজা ও বুড়দা বিটের উকাদা মৌজায় বেশ কয়েক হেক্টর জমির ধান নষ্ট করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

ক্ষতি: হাতির পায়ের চাপে নষ্ট হয়েছে ফসল। বাঘমুণ্ডিতে। নিজস্ব চিত্র

সামাজিক বনসৃজন প্রকল্পে লাগানো গাছ ও প্রকল্পের ফলক উপড়ে ফেলল হাতির দল। বুধবার সকালে বাঘমুণ্ডি রেঞ্জের নিশ্চিন্তপুর গ্রামের কাছে ঘটনাটি ঘটে।

Advertisement

বন দফতর সূত্রে জানা গিয়েছে, নিশ্চিন্তপুর গ্রামের কাছে সামাজিক বনসৃজন প্রকল্পে শালগাছ লাগানো হয়েছিল। এ দিন সকালে হাতির দলটি ওই প্রকল্প এলাকায় ঢুকে বেশ কয়েক হেক্টর এলাকার গাছ তছনছ করে। উপড়ে ফেলে প্রকল্পের ফলকও।

বন দফতর সূত্রে খবর, ১৫টি হাতির ওই দলটি গত রাতে বাঘমুণ্ডি রেঞ্জের কালমাটি বিটের কুশি, পোগরোডি ও বুরুডি মৌজা ও বুড়দা বিটের উকাদা মৌজায় বেশ কয়েক হেক্টর জমির ধান নষ্ট করে। দলটিতে চারটি দাঁতাল ও দু’টি শাবক রয়েছে। ওই দলে আগে ১৩টি হাতি ছিল। ঝাড়খণ্ড থেকে অন্য একটি দল কয়েক দিন আগে এলাকায় ঢোকে। সেই দলের দু’টি হাতি এই দলের সঙ্গে যোগ দেয়। আর বাকি আটটি হাতি ফের সুবর্ণরেখা পার হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে বলে দন দফতর জানায়।

Advertisement

এ দিন সকালে যে দলটি নিশ্চিন্তপুরে হামলা চালায়, সেটি দু’ভাগ হয়ে বুড়দা গ্রাম ও নিশ্চিন্তপুরের কাছে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বাঘমুণ্ডি রেঞ্জ আধিকারিক মনোজকুমার মল্ল জানান, দলটির গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে। হুলাপার্টি দিয়ে দলটিকে ও পারে খেদানোর চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement