পুড়ে ছাই। —নিজস্ব চিত্র
আগুনে পুড়ে ছাই হয়ে গেল মুড়ি কারখানার গোডাউন। শুক্রবার গভীর রাতে সাঁইথিয়ার লোলিয়াপুরের ঘটনা। খবর পেয়ে সিউড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় দমকল।
ওই মুড়ি কারখানাটির মালিক অনির্বাণ সরাকার সাঁইথিয়ার লাউতোড়ের বাসিন্দা। তিনি জানান, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ কারখানা এবং গোডাউন বন্ধ করে তিনি বাড়ি ফিরেছিলেন। স্থানীয় এক মহিলা ওই কারখানায় কাজ করেন। তিনিই শনিবার ভোর চারটে নাগাদ প্রথম কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন। পাশের গ্রাম ভবানীপুরে কারখানার ম্যানেজার দেবাশিস দাসের বাড়ি। ওই কর্মী তাঁকে খবর দেন। দেবাশিসবাবুর থেকে খবর পেয়ে অনির্বাণবাবু সঙ্গে সঙ্গে বিষয়টি জানান সিউড়ির দমকল কেন্দ্রে।
অনির্বাণবাবু বলেন, ‘‘কারখানায় পৌঁছে দেখি, গোডাউনের ভিতরটা দাউদাউ করে জ্বলছে। বাইরেটা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।’’ ঘণ্টাখানেকের পরে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আসতে লেগে যায় আরও প্রায় ঘণ্টা দেড়েক। অনির্বাণবাবুর দাবি, মজুত করে রাখা চাল, মুড়ি এবং বেশ কিছু আসবাব পুড়ে গিয়েছে। তবে গোডাউনের সমস্ত দরজা জানালা বন্ধ থাকায় আগুন ছড়াতে পারেনি। মুড়ি তৈরি মেশিনেরও কোনও ক্ষতি হয়নি। শর্টসার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে বলে মনে করছেন কারখানার মালিক।