গণধর্ষণে জেলহাজত

বিধবা মহিলাকে গণধর্ষণের ঘটনায় তিনদিনের জেল হাজত হল ধৃতদের। সোমবার সন্ধ্যাতেই চার অভিযুক্তের মধ্যে পুলিশ দু’জনকে ধরেছিল। তারা হল বিজয় মাঝি ও সোমনাথ মাঝি। গভীর রাতে পুলিশের হাতে ধরা পড়ে বাকি দু’জন বিনয় হেমব্রম ও প্রদীপ রাজোয়াড়। মঙ্গলবার সকলকেই তোলা হয়েছিল রঘুনাথপুর আদালতে। রবিবার রাতে পাড়া থানা এলাকায় বছর পঁচিশের এক বিধবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে গ্রামেরই ওই চারজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০০:৫৬
Share:

বিধবা মহিলাকে গণধর্ষণের ঘটনায় তিনদিনের জেল হাজত হল ধৃতদের। সোমবার সন্ধ্যাতেই চার অভিযুক্তের মধ্যে পুলিশ দু’জনকে ধরেছিল। তারা হল বিজয় মাঝি ও সোমনাথ মাঝি। গভীর রাতে পুলিশের হাতে ধরা পড়ে বাকি দু’জন বিনয় হেমব্রম ও প্রদীপ রাজোয়াড়। মঙ্গলবার সকলকেই তোলা হয়েছিল রঘুনাথপুর আদালতে। রবিবার রাতে পাড়া থানা এলাকায় বছর পঁচিশের এক বিধবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে গ্রামেরই ওই চারজন। লোকলজ্জার ভয়ে প্রথমে পুলিশের কাছে অভিযোগ জানাতে যাননি নির্যাতিতা। সোমবার দুপুরের দিকে অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করায় পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement