Mamata Banerjee

মুখ্যমন্ত্রী চার দিন বাঁকুড়ায়

মুখ্যমন্ত্রীর সফর নিয়ে এ দিন রাত পর্যন্ত প্রশাসনের তরফে সুনিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। তবে জেলা পুলিশের এক কর্তা বলেন, “সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় থাকার কথা মুখ্যমন্ত্রীর।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০৯:০৩
Share:

—ফাইল চিত্র।

মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সূচিতে কিছুটা বদল হয়েছে। বৃহস্পতিবার এমনই জানালেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা। তিনি বলেন, “ঠিক ছিল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী বাঁকুড়া জেলায় আসবেন। তবে নতুন করে ঠিক হওয়া তাঁর সফর সূচিতে জানানো হয়েছে, সোমবারই তিনি জেলায় আসছেন। জেলায় এসে সে দিনই তিনি প্রশাসনিক বৈঠক করবেন। পরের দিন, মঙ্গলবার তিনি সাধারণ মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন। বুধবার দলীয় সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তাঁর ফিরে যাওয়ার কথা।”

Advertisement

মুখ্যমন্ত্রীর সফর নিয়ে এ দিন রাত পর্যন্ত প্রশাসনের তরফে সুনিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। তবে জেলা পুলিশের এক কর্তা বলেন, “সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় থাকার কথা মুখ্যমন্ত্রীর।” এ দিকে, মুখ্যমন্ত্রীর দলীয় সভার প্রস্তুতিতে এ দিন জেলা তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠকে বসেন তৃণমূল নেতারা। শ্যামলবাবু বলেন, “জেলার প্রতিটি বুথ থেকেই দলনেত্রীর বৈঠকে লোকজন আসবেন। তা নিয়ে প্রস্তুতি চলছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন